কবিতা -প্রকৃতির নিয়ম
কলমে - শংকরী সাহা
তারিখ ১২/০৫/২০২০
বৃষ্টি নামছে নামুক না,
কষ্টগুলো ধুয়ে মুছে যাক না,
দিনের শেষে আঁধার আসবে নেমে,
রাতের আঁধার আসবে আসুক না,
আঁধারের শেষে জানি আছে আলো।
নদীতে ভাটা আসবে আসুক না,
ভাটার প…
কবিতা -প্রকৃতির নিয়ম
কলমে - শংকরী সাহা
তারিখ ১২/০৫/২০২০
বৃষ্টি নামছে নামুক না,
কষ্টগুলো ধুয়ে মুছে যাক না,
দিনের শেষে আঁধার আসবে নেমে,
রাতের আঁধার আসবে আসুক না,
আঁধারের শেষে জানি আছে আলো।
নদীতে ভাটা আসবে আসুক না,
ভাটার পরে আসবে যে জোয়ার,
কষ্ট আসবে আসুক না,
কষ্টের পরে আসবে যে সুখ।
চাঁদে লাগবে গ্রহণ লাগুক না,
গ্রহণের শেষে চাঁদের আলো উঠবে হেসে,
আঁধার কাটিয়ে উঠবে আলো,
আঁধার তাই বাসি ভালো,
আঁধারের শেষে আছে জানি আলো,
আলোয় আলোয় ভরে যাবে এ ভুবন।
রচনাকাল
২৯/৭/১৮
