কবিতা
'এই তো সেদিন'
সুদীপ রায়
০৫.০৫.২০২০
..................
এই তো সেদিন বুকের ভেতর
অল্প হলেও গল্প ছিল।
টুলটুলে সেই মুখটি হঠাৎ
স্মৃতির দোলা স্বল্প দিল।
চনমনে সেই দিনগুলো আজ,
শুধুই যেন মধুর স্মৃতি।
লাগামছাড়া যেখানে সেই
…
কবিতা
'এই তো সেদিন'
সুদীপ রায়
০৫.০৫.২০২০
..................
এই তো সেদিন বুকের ভেতর
অল্প হলেও গল্প ছিল।
টুলটুলে সেই মুখটি হঠাৎ
স্মৃতির দোলা স্বল্প দিল।
চনমনে সেই দিনগুলো আজ,
শুধুই যেন মধুর স্মৃতি।
লাগামছাড়া যেখানে সেই
জীবন ছিল মধুর গীতি।
আজ সেখানে সকাল থেকেই
বাজার করার অঙ্ক কষি।
পার্কে চেয়ার তেমনি আছে
এখন আমি একলা বসি।
তখন ছিল কান্না হাসির
মধুর স্মৃতির মুখর সে দিন।
পাঁচটা দশক পেরিয়ে গেল
তাও মনে হয় এই তো সেদিন।
এখন যখন দুপুর লাগে
একলা ভীষণ, পাগল করা,
যে যার কাজে ব্যস্ত এখন,
জীবন নদী, শুকিয়ে চরা।
তার মাঝেতেই টুপুর টাপুর,
বৃষ্টি নামে বাজায় যে বীণ,
সেই কবেকার অমল ছবি,
তাও মনে হয় এই তো সেদিন।
