দৈনিক প্রতিযোগিতা
শিরোনাম - কাব্যের স্বরলিপি
কলমে - মঞ্জুলা বর
তারিখ - 05.05.2020
অসীম ক্ষুধায়
দিগন্তে চেয়ে থাকি ।
নিঃস্ব আমি !
কাব্যের লুকানো মুখ
বিষাদে খুঁজি ।
আকুল ব্যাকুল হই !
অদৃশ্য হৃদয়…
দৈনিক প্রতিযোগিতা
শিরোনাম - কাব্যের স্বরলিপি
কলমে - মঞ্জুলা বর
তারিখ - 05.05.2020
অসীম ক্ষুধায়
দিগন্তে চেয়ে থাকি ।
নিঃস্ব আমি !
কাব্যের লুকানো মুখ
বিষাদে খুঁজি ।
আকুল ব্যাকুল হই !
অদৃশ্য হৃদয়ে
দিকহারা ঢেউয়ে ভাসি ,
একরাশ ঘৃনায়
দীর্ঘশ্বাস ফেলে !
স্বপ্নরাও রাতের আঁধারে
বালিশের বিছানায়
আছড়ে পড়ে ।
পুষে রাখি অভিমান ।
বিষণ্ণতার সুরে গাই গান ।
নির্জন মনের বিলাপ
বুকের অনন্ত
ছায়ায় লুকোচুরি ।
অজান্তে,কালের স্রোতে
আসে ভেসে,
জ্ঞানের আলোকে
কাব্যের স্বরলিপি ।।
