অংকন প্রতিযোগিতা ......
ক্যাপশন = " বিত্তশালী , শক্তিশালী ' র গ্রাসে " ......
অংকন প্রতিযোগিতা আরম্ভ হ'য়ে গেছে .... । সকলেই মন দিয়ে আঁকছে ... ।
প্রায় এক ঘন্টা অতিক্রান্ত .... ।
হন্তদন্ত হ…
অংকন প্রতিযোগিতা ......
ক্যাপশন = " বিত্তশালী , শক্তিশালী ' র গ্রাসে " ......
অংকন প্রতিযোগিতা আরম্ভ হ'য়ে গেছে .... । সকলেই মন দিয়ে আঁকছে ... ।
প্রায় এক ঘন্টা অতিক্রান্ত .... ।
হন্তদন্ত হ'য়ে একটি ছেলে হলে ঢুকে এসে বলল , ----
' স্যার , আমাকে অনুমতি দিন , আমি আঁকব ... । ক্ষমা চাইছি , দেরি হবার জন্যে .... । '
ছেলেটির কাছ থেকে কারণ শুনে , অনুমতি দিলেন স্যার ... ।
ছেলেটি আঁকার সাদা সিট নিয়ে , নিজের নাম , বয়স , ঠিকানা লিখে অল্পকিছু সময় নিল ... ।
তারপর স্যারকে আঁকার সিট জমা দিয়ে বেরিয়ে গেল ... ।
স্যার তো অবাক ... ! হাতে তো আধ ঘন্টা সময় ছিল ... ! অন্যান্য প্রতিযোগীরাও বিষ্ময়
প্রকাশ করল... ।
পরীক্ষার পর ছেলেটিকে ডাকা হ'ল ... । প্রশ্ন করলেন স্যারেরা , ----
' সাদা সিট , কিছু তো নেই ...... ! '
ছেলেটি জবাব দিল , ------ ' সিটের মাঝখানে কালো চিহ্ন ( . ) দিয়েছি , স্যার ...... । '
ভালো করে , পাওয়ারফুল লেন্স দিয়ে দেখলেন বিচারকগন ........ ।
জিজ্ঞাসা করলেন ছেলেটিকে , ----- ' ক্যাপশন দিয়েছ , বুঝিয়ে দাও .... । '
ছেলেটি বিনম্রভাবে অবগত করল , ---- ' এই শুভ্র - নীলাভ শান্তির পৃথিবীতে একটি মাকড়সা
একটি নিরীহ পিঁপড়েকে ধরে গ্রাস করছে ..... । '
পরীক্ষকগন সকলে দেখে অভিভূত ....... !!
আঁকার বিচারে প্রথম হয়েছিল , এই সেই দেরিতে আসা এবং সবার আগে আঁকা জমা দেওয়া
' ছেলেটি ' ........... ।
----------- ছেলেটি ছিল , ' পিকাসো ' ......... ।।
-------- 🙄 --------
লিখনে = @ ত্রিদিব কুমার বর্মণ @ * তারিখ = ১৭ . ১২ . ২০১৯ . ( রাত = ০৮.১৫ মিনিট )
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
