বিভাগ - কবিতা
শিরোনামঃ - ফুটপাতের অপু দুর্গা
কলমে - প্রদীপ কুন্ডু
তারিখ - ০৬-০৫-২০২০
ওদের ঘরে ভাতের অভাব
নেই যে ফ্যানের গন্ধ,
বাতাস ভরা বিষাক্ততায়
জানেনা চলার ছন্দ।
দুবেলা দুটো ভাতের জন্যে
রাস্তায় রাস্তায় ঘোরে,
খিদের জ্বালায়…
বিভাগ - কবিতা
শিরোনামঃ - ফুটপাতের অপু দুর্গা
কলমে - প্রদীপ কুন্ডু
তারিখ - ০৬-০৫-২০২০
ওদের ঘরে ভাতের অভাব
নেই যে ফ্যানের গন্ধ,
বাতাস ভরা বিষাক্ততায়
জানেনা চলার ছন্দ।
দুবেলা দুটো ভাতের জন্যে
রাস্তায় রাস্তায় ঘোরে,
খিদের জ্বালায় ওদের পেটে
শুকনো চর্বি পোড়ে।
খাবার খোঁজে রাস্তায় ওরা
খোঁজে আস্তাকুঁড়ে,
তবুও দুবেলা খাবার জোটেনা
অপু দুর্গার ঘরে।
