বিভাগ -কবিতা
একলা আমি
মালা সেন দে
৬।৫।২০২০
আজ সকালটা নতুন করে এলে ,
মনের কোনে জমে থাকা অভিমান ফোঁটায় ফোঁটায় ধুইয়ে দিলে
।
আবেগী দরজাটা খুলে একবারে ঢুকে পড়লে মনের অলিণ্দে ,
অচেনা রাতটাকে ভরিয়ে দিলে চেনা ছন্দে ।
আমার খেয়ালি উঠোন …
বিভাগ -কবিতা
একলা আমি
মালা সেন দে
৬।৫।২০২০
আজ সকালটা নতুন করে এলে ,
মনের কোনে জমে থাকা অভিমান ফোঁটায় ফোঁটায় ধুইয়ে দিলে
।
আবেগী দরজাটা খুলে একবারে ঢুকে পড়লে মনের অলিণ্দে ,
অচেনা রাতটাকে ভরিয়ে দিলে চেনা ছন্দে ।
আমার খেয়ালি উঠোন আজ বড়ই চঞ্চল বৃষ্টির পর ,
শ্যাওলার তলায় সুখের জলগুলো বাঁধে ঘর ।
স্যাতস্যাতে ভেজা সুখস্মৃতিগুলো নাড়াচাড়া করতে করতে ,
কখন যেন চলে এলাম ভোরের ব্যালকনিতে ।
সব চাহিদাগুলো আজ ভারী মনে হয় ,
অনেক স্মৃতি পেরিয়ে ফিরতে চাইছে মন ।
ভালবাসা অবিন্যস্ত ছড়ানো সময়ের তাকে ,
জানলার সার্সিতে , রেলিংএর ভাঁজে পুরোনো ধূলোর আস্তরনে ।
কচি কলাপাতা সবুজ রংটা ছুঁয়ে গেছে ব্যালকনির পাতাবাহারে ,
সময়ের ঘরে তোমাকে ভালবাসার অভ্যাসটা পাল্টে গেছে অপেক্ষার আমিতে ॥
