বাঁচতে চাই ০৬/০৫//২০২০
প্রবীর কুমার চৌধুরী
স্তব্দতাই এখন আকাশ করে তোলপাড়
তোমার বুকের লাল হৃদপিন্ডটা -
একটু বাদেই হয়তো থেমে যাবে,
সম্পর্কের শেষ যবনিকা,হয়তো ছন্দপতন -
অমোঘ সত্যের চিরকালীন।
এসো আজ নাহয় প্রকাশ্যেই একবার চুম্বন করি
…
বাঁচতে চাই ০৬/০৫//২০২০
প্রবীর কুমার চৌধুরী
স্তব্দতাই এখন আকাশ করে তোলপাড়
তোমার বুকের লাল হৃদপিন্ডটা -
একটু বাদেই হয়তো থেমে যাবে,
সম্পর্কের শেষ যবনিকা,হয়তো ছন্দপতন -
অমোঘ সত্যের চিরকালীন।
এসো আজ নাহয় প্রকাশ্যেই একবার চুম্বন করি
হয়তো এই মিলনেই সাক্ষী থাকবে কালের ইতিহাস
আমি,তুমি এক চিরন্তন ভালোবাসার প্রমান।
হয়তো থাকবে না চিহ্নটুকু,গঙ্গা হবে নিশ্চিহ্ন
হাজার বছর ধরে কালের গহ্বরে বালুকনা।
জোনাকির নিষ্প্রভ আলোয় এখনও জেগে ওঠে শৈশব
রাতের তারারা স্বপ্ন জাগায় ঘুমন্ত দুইচোখে,
শুধুই কি কামনা,বাসনার ভরেছে এই নীলগ্রহ?
বিবসনা ধরিত্রীর জরায়ু ভেদ করে-
মহাকালের সূর্য্যের আলোয়-আলোয় বাঁচতে চাই।
সংরক্ষিত
গড়িয়া,কলকাতা।
