Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার সাপ্তাহিক সেরা সম্মাননা

'সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৮
শিরোনাম: #সত্য_জিৎ'

#কলমে : #দীপংকর নায়েক
#রচনা :   ০২/০৫/২০
#প্রকাশ:   ০৪/০৪/২০

'শতরঞ্জকে  খিলাড়ী'   তিনি   'পরশপাথর '   যেন
কুমার   প্রভার   পুত্র  'প্রসাদ'    মৈম…


'সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৮
শিরোনাম: #সত্য_জিৎ'

#কলমে : #দীপংকর নায়েক
#রচনা :   ০২/০৫/২০
#প্রকাশ:   ০৪/০৪/২০

'শতরঞ্জকে  খিলাড়ী'   তিনি   'পরশপাথর '   যেন
কুমার   প্রভার   পুত্র  'প্রসাদ'    মৈমন   মাসুয়ায়
পিতৃ বিয়োগ আড়াই   বছরে   দশা   দুর্ভিক্ষ   হেন
মায়ের লড়াই ভাগ্য   সাথে   দীর্ণ   জীবন   ঊষায়।

'বয়েজ ওন পত্রিকা'     চিনেছিল   ভবিষ্যৎ    রত্ন
রবীন্দ্র   আশীষ ধন্য   শান্তিনিকেতন   গণ্য   প্রভা
'অ্যাবস্ট্র্যাকশন 'প্রথম  গল্প  তপস্যায়  আর   যত্ন
প্রচ্ছদ প্রথম আঁকা   'আম আঁটির   ভেঁপু'র  বিভা।

চিত্রনাট্য আদিকথা   'ঘরে বাইরে'    স্বর্ণ আংটি
পত্নী বিজয়ার ত্যাগে 'পথের পাঁচালী' শ্রেষ্ঠ চিত্র;
সাতচল্লিশে সার্থক   'ক্যালকাটা ফিল্ম সোসাইটি'
আন্তর্জাতিক সম্মানে   'খাই খাই' ' অন্যান্য' সুচিত্র।

'অপরাজিতা'র জন্য  'গোল্ডেন লায়ন 'ও পাওয়া
তথ্যচিত্র  'সুকুমার'   'রবীন্দ্রনাথ'   'ইনার   আই';
'হীরক রাজার দেশে' 'গুপি বাঘার'  'শেষে'   যাওয়া,
'ফালকে'   'ভারতরত্ন'   চিত্রনাট্যে   বিশ্ব পেল   ঠাঁই।

'পাপাঙ্গুল' ছোটোদের  প্রবীণ  'কৈলাশে কেলেঙ্কারি'
জ্ঞানীদের জন্য 'শঙ্কু'  'ফেলুনাথ' ' চাঁদ'   'গোরস্থানে';
জমাটি গল্প 'তারিণী    খুড়ো'র 'মোল্লা ও নাসিরুদ্দী'
'যত কাণ্ড  কাঠমান্ডু'   'সোনার কেল্লা'  ঐ 'জনারণ্যে'।

সহজ  ভাবে   সহজ  রুপে   চিত্র   হয়   মনোগ্রাহী
ওস্তাদি   নয়   গানের   গলা   গহীন   সহজ   সুরে;
সাদা বাঙালি   সত্য    জিৎ   যত্নে  রত্নে   বাদশাহী
অস্কার  জয়ী   তারকা   তিনি অমর শ্রদ্ধা  আদরে।