সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ০৮
কবিতা- একাকীত্বের সন্ধিক্ষণ
কলমে- শংকরী সাহা
তারিখঃ ০৫/০৫/২০২০
অমিয় প্রভাময়ের স্বপ্ন ঘুমের আলোকময়,
নীলাম্বরীর মাঝে আমি আমিত্বের একেলায়,
কঠিন দুর্ভেদ্য অমোঘের নিয়মে হস্তক্ষেপ,
অস্তরাগের বিষন্নতায়
চ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ০৮
কবিতা- একাকীত্বের সন্ধিক্ষণ
কলমে- শংকরী সাহা
তারিখঃ ০৫/০৫/২০২০
অমিয় প্রভাময়ের স্বপ্ন ঘুমের আলোকময়,
নীলাম্বরীর মাঝে আমি আমিত্বের একেলায়,
কঠিন দুর্ভেদ্য অমোঘের নিয়মে হস্তক্ষেপ,
অস্তরাগের বিষন্নতায়
চরম পদক্ষেপ।
গোলাপ, চম্পা, বকুল রজনীগন্ধার ঘ্রাণ
জাগতিক প্রেমের মাঝে মহিমান্বিত প্রাণ,
ধুপবাতির অনিন্দ্যসুন্দর গন্ধে পুলক জাগে, পবিত্রতায় আলোকের আকর্ষণ অস্তরাগে।
সুরলহরীর তানপুরায় বিকশিত পবিত্রতার, উন্মত্ত বাতায়নে নির্বাক একান্ত কালকিনীর,
আকুন্ঠ লুকোচুরি ভ্রান্ত জোড়ি বন্ধনায়,
নিষ্প্রাণ কাব্যকলির
বিরহের যন্ত্রণায়।
