Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

অন্য কবি

অমৃতা মুখার্জী

এমন অবেলায় বসে আছো বেণুকুঞ্জে কেন হে
একাকিনী ?
ঠিক জানি ভুলে গেছ !
আজ 25শে বৈশাখ, আমার জন্মদিন।
ইদানীং তোমার শ্রদ্ধা, ভক্তি, গদগদ ভাব
খুব সন্দেহজনক ভাবে কমে যাচ্ছে!
কই আঁচল এলিয়ে, পায়ের কাছে বসে
আর কবিতা …



অন্য কবি

অমৃতা মুখার্জী

এমন অবেলায় বসে আছো বেণুকুঞ্জে কেন হে
একাকিনী ?
ঠিক জানি ভুলে গেছ !
আজ 25শে বৈশাখ, আমার জন্মদিন।
ইদানীং তোমার শ্রদ্ধা, ভক্তি, গদগদ ভাব
খুব সন্দেহজনক ভাবে কমে যাচ্ছে!
কই আঁচল এলিয়ে, পায়ের কাছে বসে
আর কবিতা শুনবার আব্দার করনা তো?

তা ঠিক
আজকাল কিছু প্রশ্ন বডড জ্বালায়
প্রায় দারুণ অগ্নি বাণে বলতে পারেন!

কিরকম?

এই আপনি যিনি কিনা মেয়েরা পড়বে বলে স্কুল করলেন,
তিনি ফস করে 10 বছরের মেয়ে ভবতারিণী কে
বিয়ে করে  বসলেন।
আর চার চারটি ছেলেপুলে হয়ে গেল কুড়ি পেরোবার
আগেই
এটা কি একটু অবিচার হলনা ? মৃণালিনী  দেবীর উপর?

তখন এইরকম ই হোত!

সেকী? আপনার প্রেমিকা বিবি কে
আপনি 30 শেও বিয়ে করতে মানা করেছিলেন।
ভাইঝির সঙ্গে প্রেম টা কি বৈধ ছিল?

না ছিল না।
বৌদির সাথেও না।
কারো সাথেই না।
কি করা যাবে?

বুঝতে পারছি। প্রেমের আসলে বৈধ অবৈধ বলে
কিচ্ছু নেই
তাই না আপনি অত সুন্দর প্রেমের গান গুলো
লিখতে পারলেন!

আর দেবকন্যার মত প্রায়কিশোরী মাধুরীলতা, রেণুকা
আর মীরার বিয়ে দিয়ে দিলেন
কতগুলো ধূর্ত শেয়ালের মত পণলোভী, বিদঘুটে
পাত্রের সাথে?

কি করি? কন্যা দায় গ্রস্ত পিতা। বাবামশায়ের
যৌতুক হাতছাড়া হত।

অকালে, অপমানে যক্ষ্মায় ঝরে গেল ওরা!
নিজেকে মাফ করতে পেরেছিলেন?

সব তাঁর লীলা! আমি নিমিত্তমাত্র।

তাই কচি ছেলেটাকে একা মুঙ্গেরে পাঠিয়ে দিলেন?
মাতৃহারা বালক
কলেরায় মারা গেল, বন্ধুর বাড়ীতে।

সেদিন অসামান্য  জ্যোৎস্না উঠেছিল জান?
মনে হয়েছিল
কোথাও  কিছু কম পড়েনি।

না তা নিশ্চয় পড়েনি
যেদিন ছোট বৌ ষষ্ঠ বার গর্ভ জনিত
সূতিকা রোগে মারা গেলেন  মাত্র উনত্রিশ বয়সে
মাই গড
আই আয়াম সিওর
কোথাও কিছু কম পড়েনি।

বিশ্বাস কর আমি তাকে ভালবাসতাম খুব।

মাফ করবেন।
আপনার সৃস্টিকে যতটা বাসতেন!
শান্তিনিকেতন কে যেমন বাসতেন!
ভিক্টোরিয়া ওকাম্পোকে যেমন বাসতেন !

ততটা কি ?

আমায় মার্জনা করবেন।
আমি আপনারি লেখা
সাধারণ মেয়ে।
জার্মান জানেনা, ল্যাটিন জানে না।
কাঁদতে ওস্তাদ!

আর এই সব প্রশ্ন গুলো আসে যায়
বিবেকানন্দের সাথে আপনার ভাব হল না কেন?
সরলা দেবী কে আর একটু উৎসাহ দিলে
ক্ষতি কি ছিল?
নজরুল আর শরচ্চন্দ্র কি আপনার স্নেহ
পেয়েছিলেন ?

অনেক কিছু ভুল ছিল। বিশ্বকবি হবার ঘূর্ণিতে,
হারিয়েছে অনেক প্রিয় মুখ, চেনা সুখ।
হারিয়ে গেছে নোবেল প্রাইয টা ।
সাধের শান্তিনিকেতন আজ ধ্বংসের প্রহর গুনছে!

তবু!

শতবর্ষ পরে পড়ছি বসে আপনার কবিতা খানি।
আজো আসে 25 শে বৈশাখ
মহা সমারোহে
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
চুলোয় যাক ব্যান্ড, কি বোর্ড, স্মার্ট ফোনরা

আজ জ্যোৎস্না রাতে সবাই যাক বনে,
আমি বসি আপনার কাছ,
শ্যামলীর মাটির উঠোনে!

মৃদু প্রদীপের আলোয় পড়ুন না সেই কবিতাটা!

আমি অন্ত:পুরের মেয়ে
চিনবে না আমায়!

আমার প্রশ্ন, ঔদ্ধত্য  ক্ষমা করুন
হায়রে সাধারণ মেয়ে!
হায়রে বিধাতার শক্তির অপব্যায়!
আপনার কল্পনার পাখায় চড়ে সে অংকে হোক এম এ
বারে বারে প্রত্যাখ্যান করুক সব নরেন দের।

♥♥♥♥♥♥♥♥♥
copyright reserved