Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

|| ওরা ফেরেনি ||
|| বিষয় : গদ্য রচনা ||
|| লেখক : চন্দন চক্রবর্তী ||
|| তারিখ : 09.05.2020 ||

ওদের বড় কষ্ট ছিল,কষ্ট ছিল ওদের ।
তাই ওরা শিকড় ছেড়ে গিয়েছিল সুদূরে,
গিয়েছিল আর একটু বেশি
জল হওয়ার তাগিদে ।

না পূরণ হয় নি ওদের আশা,
সুদূ…


|| ওরা ফেরেনি ||
|| বিষয় : গদ্য রচনা ||
|| লেখক : চন্দন চক্রবর্তী ||
|| তারিখ : 09.05.2020 ||

ওদের বড় কষ্ট ছিল,কষ্ট ছিল ওদের ।
তাই ওরা শিকড় ছেড়ে গিয়েছিল সুদূরে,
গিয়েছিল আর একটু বেশি
জল হওয়ার তাগিদে ।

না পূরণ হয় নি ওদের আশা,
সুদূরে ওদের চাওয়া হঠাৎ বন্ধ হয়েছিল 
ওরা শেকড়ের কাছের পুনরায়
ফিরতে চেয়েছিল ।

ওরা ফিরতে চেয়েছিল
শিকড়ের কাছে
সম্পর্কের সূত্র ধরে
আগের হক ফিরে পেতে ।

ওরা ফেরে নি ।
ওরা জানত না এভাবে ফেরা যায় না ।
দুর্গম পথে যাত্রা করে
ওরা ফিরতে পারেনি
শেকড়ের কাছে ।

ওরা ফেরেনি
ওরা ফিরবে না কোনদিন,
ওরা এখন না ফেরার দেশে
ওরা খালি হাতে ফিরে গেছে ।

আর ছড়িয়ে দিয়ে গেছে
শেষ সম্বলটুকু পথের ওপর,
হয়তো কোন অভিমানে !

শুধু সমনের কাছে ওদের একটাই প্রার্থনা
প্রার্থনা শুধু
ওদের শেষ পরিণতির খবরটা
যেন পৌঁছয়
শেকড়ের কাছে ।