Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

অপেক্ষা শব্দটি
।। এবিএম সোহেল রশিদ।।

নিমের  বিশুদ্ধ ছায়ায় এখনও পথিক দাঁড়ায়
বহুদিন  এভাবেই ওখানে আমিও দাঁড়িয়েছি
দেখেছি বহুবার কৈশোর-যৌবন হেঁটে যেতে
দেখতে দেখতে গোঁফ ও দাড়ি গজিয়েছে 
বাতাসের দোলনায় দুলেছে ঝাকড়া চুল
এখানেই চোখ, দেহে…


অপেক্ষা শব্দটি
।। এবিএম সোহেল রশিদ।।

নিমের  বিশুদ্ধ ছায়ায় এখনও পথিক দাঁড়ায়
বহুদিন  এভাবেই ওখানে আমিও দাঁড়িয়েছি
দেখেছি বহুবার কৈশোর-যৌবন হেঁটে যেতে
দেখতে দেখতে গোঁফ ও দাড়ি গজিয়েছে 
বাতাসের দোলনায় দুলেছে ঝাকড়া চুল
এখানেই চোখ, দেহের ভাষা পড়তে শিখেছে।
.
এমনও গেছে, ভেজা চোখে অবহেলা মেনেছি
চিঠিগুলো পাখা মেলে দিয়েছে আত্মাহুতি
দূরবীন ছাড়া সেসব দেখেছি, যুবতি রোদে
আগুনঝরা দিনে বিবর্ণ ফুলের পরাগ মেখে
ডেকেছি কতোবার, মনে কি পড়ে তোমার।
.
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি বধু বেশে চলে যাওয়া
সকালের আলোয় গোলাপি গালের স্নিগ্ধতা
বেনারসির আগুনে ইচ্ছে আকাশ পুড়ে  যাওয়া
মধুচন্দ্রিমা সমাপনে যুগলবন্দী হাসির নিক্কণ।
.
এখানে দাঁড়িয়েই দেখেছি গনতন্ত্রের লড়াই
বুলেটবিদ্ধ প্রতিবাদীদের এগিয়ে যাওয়া
লাশের মিছিলে দায়বদ্ধ শোকের বিদ্রুপ
পোশাকধারীর লাঠিচার্জে হইনি কেউ চুপ।
.
জোয়ারের মতো মিছিল, অধিকারের স্লোগান
শিখিয়েছে বিবাগী হয়ো না, হও দেশপ্রেমিক
হে যুবক, নতমুখী হয়ো না, তাকাও চতুর্দিক
কাম আগুনে না পুড়ে, দ্রোহের আগুন জ্বালাও
মানুষের জন্য লড়াইয়ে, তারুণ্যের হাত বাড়াও
.
এখনো উর্ধ্বমুখী হাত আঁকড়ে আছে সংগ্রমী রক্ত
পেতেছি বুক বীর শহিদের দাফনের আয়োজনে 
একাকীত্ব ঘুচিয়েছে, উত্তাল মিছিলের চিৎকার
 শত্রুর মৌচাক ভেঙেছি বিজয়ের অপেক্ষায়
প্রতিটি পদক্ষেপ রেখেছি ইস্পাত দৃঢ়তায়।
.
প্রেম আমাকে ছোঁয়নি, কিন্তু প্রেমে পড়েছিলাম
মনে কি পড়ে, নিষ্পলক তাকিয়ে থাকার দিন
অযথা আঁকাজোকা, একতরফা চিঠি লেখা
.
অদেখা সংগ্রাম রক্ত অক্ষরে সাজিয়েছি
বুকে এঁকেছি অর্থনৈতিক মুক্তির পোস্টার
দেখছি শ্রেণিসংঘাত বন্ধের নির্লোভ স্বপ্ন
সহজতম পথে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি।
.
আমার কোনো নেতা নেই, কোনো দল নেই
ডান বাম মতাদর্শ নেই, বুঝি জনতার মুক্তি 
খুনি নই, তবু হাতে ঐক্যের আগ্নেয়াস্ত্র 
ঘর বাঁধার ইচ্ছে এখন দেশ গড়ায় ব্যস্ত
শুকনো বেলীফুলের মালা, নস্টালজিক ছবি
তার বদলে বুক জমিনে পলাশ শিমুলের উৎসব
তোমাকে পেতে নিজের সাথে করেছি সংঘাত
প্রাপ্তির শপথে বাড়িয়েছি উদ্দীপ্ত মুক্তির হাত।
.
ভিড়ের মাঝে খুঁজি তোমার সেই চকিত চাহনি
অপেক্ষা শব্দটি সবখানেই ফেলেছে নোঙর
চাই একটি ভোর, আলো ঝলমলে ভোর
জনতা হবে স্বনির্ভর, জ্বালাবে সমতার মশাল
আর আমি চিরকাল দাঁড়াব, নিমের ছায়ায়
কৈশোর যৌবন কাঁদছে এখনো ঝরা পাতায়।