Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

গদ্য কবিতা :: একাকিত্ব বনাম আমি

কলমে :: সৌমিত্র মুখার্জী

তারিখ :: ০৯.০৫.২০২০

চারিদিকে কালো ঘন অন্ধকার,
নিঝুমতায় ভরে গেছে আমার শহর।
চোখে ঘুম এসে গেছে সবার,
বেজে গেছে তখন রাত্রি বারোটা।

কেউ যেন আসছে আমার কাছে,
আমাকে বলছে সে , আমি…



গদ্য কবিতা :: একাকিত্ব বনাম আমি

কলমে :: সৌমিত্র মুখার্জী

তারিখ :: ০৯.০৫.২০২০

চারিদিকে কালো ঘন অন্ধকার,
নিঝুমতায় ভরে গেছে আমার শহর।
চোখে ঘুম এসে গেছে সবার,
বেজে গেছে তখন রাত্রি বারোটা।

কেউ যেন আসছে আমার কাছে,
আমাকে বলছে সে , আমি আসছি।
অপেক্ষায় থেকে থেকে,
এবার পৌঁছে গেছে সে কাছেই।

তুই কে? কি চাই তোর?
এর উত্তরে পেলাম।
আমি তোর একাকীত্ব,
আমাকে জায়গা দে তোর পাশে।

সারাদিন ধরে একাই আছি আমি,
এবার তোর কাছে আমায় জায়গা দে।
আমি আর যে পারছি না একা একা কাটাতে,
দে, দে, দে, দে, জায়গা দে তোর কাছে।

মরুভূমির পর মরুভূমি পেরিয়ে যায় চলে,
আমি বেদুইন সাজ নিয়ে ফিরে আসি।
তোর কাছে বারবার ধরা দিতে,
তুই আমাকে মনের কোনো জায়গা দিয়েছিস যে।

আমার কাছে তখন একটা বুদ্ধি এলো,
একাকিত্বেকে বললাম না না এবার আর না।
তোর সাথে আর কোনো বন্ধুত্ব করবো না,
তুই ফিরে যা তোর নিজের বাসায়।

তুই  দিয়েছিস শুধু জ্বালা, যন্ত্রনা, দুঃখ, হতাশা,
ওসব আমি যে আর চাই না।
আমায় এবার শান্তি দে,
আমি একটুকরো শান্তি চাই।

তোর বিষম জ্বালাই জ্বলে পুড়ে হয়েছি ছাড়খার,
আর না, আর না, আর না, আর না,
তুই যা চলে যা, চলে যা, চলে যা,
তোর ঐ মায়াবী রূপ আর আমার কাছে দেখাস না।

বেশ চিনেছি তোকে, তোর উদ্দেশ্যকে,
তুই চাস না আমার ভালো।
তাই বারবার ধরে আমাকে এভাবে জ্বালাতে,
আমাকে গভীর অন্ধকারে নিক্ষেপ করিস।

হেসে বলে আমার দিকে তাকিয়ে,
ওরে এই বুঝি তোর ক্ষোভ।
আমাকে নিয়ে তোর এতো সমস্যা,
শোন রে তবে শোন একটা কথা এবার।

অন্ধকার আছে তাইতো আলোর এতো মূল্য,
খারাপ রয়েছে তাইতো ভালোর এতো মূল্য।
অমাবস্যা না থাকলে পূণিমার কি এতো কদর হতো?
তোর সাথে ছলনা না কেউ না করলে..
তুই চিনতি কিভাবে কে ভালো? কে মন্দ?

দেবী আর দানবী দুটেই  থাকে তার সাজে,
বুঝে নিতে হয় তাদেরকে স্বভাবে, তাদের চরিত্রে।
আমি একাকিত্ব আছি বলেই,
তুই নিজেকে শুধরাস বারবার এই জীবনবৃত্তে।