ইচ্ছাপ্রেম
********
মাসুমা খাতুন
মরা পাতা ঝরে গেলে
বৃক্ষ নীরবে কাঁদে
কথার পিঠে কথা থাকে
তবু প্রেম হয় না
জলেতে ছায়া দেখা
আশায় আশায় থাকা
যদি সে দেয় দেখা
তবু সে আসে না
ইচ্ছা নিজের মত বাঁচা
শুধু নিজেরই মত
কাগজের …
ইচ্ছাপ্রেম
********
মাসুমা খাতুন
মরা পাতা ঝরে গেলে
বৃক্ষ নীরবে কাঁদে
কথার পিঠে কথা থাকে
তবু প্রেম হয় না
জলেতে ছায়া দেখা
আশায় আশায় থাকা
যদি সে দেয় দেখা
তবু সে আসে না
ইচ্ছা নিজের মত বাঁচা
শুধু নিজেরই মত
কাগজের নায়ে ভাসা
তবু ইচ্ছাপ্রেম হয় না ।