বিষয়_কবিতা
শিরোনাম_চাবুক আর মধ্যবিত্ত
কলমে_চিরদীপ
০৭/০৫/২০২০
==========================
কি বললে..কেমন আছি ??
চাবুক দেখেছো চাবুক ?
যে চাবুকে ছেঁড়ে পিঠের চামড়া
আর মধ্যবিত্ত বুক !!
যে চাবুক চলে নিয়ম ছাড়াই
নিয়মিত নিয়মিক..
যে চাবুক…
বিষয়_কবিতা
শিরোনাম_চাবুক আর মধ্যবিত্ত
কলমে_চিরদীপ
০৭/০৫/২০২০
==========================
কি বললে..কেমন আছি ??
চাবুক দেখেছো চাবুক ?
যে চাবুকে ছেঁড়ে পিঠের চামড়া
আর মধ্যবিত্ত বুক !!
যে চাবুক চলে নিয়ম ছাড়াই
নিয়মিত নিয়মিক..
যে চাবুকে ক্ষোভ শত বেদনার
তবু নিশ্চুপ শতাধিক !!
যে চাবুক ঘায়ে মধ্যবিত্ত
কিছু'না চাওয়ায় দলে..
যে চাবুক দাগে আত্মদামের
মেকি সুখীভাব চলে !!
যে চাবুক তাকে বলেনা গরীব
ফুৎকারে উপহাসে..
সে চাবুক দাগে মধ্যবিত্ত
হাসিমুখে উপবাসে !!
মধ্যবিত্ত একটা প্রজাতি
উপলোব্ধিতা হীন..
ধনী গরীবের কোনটাই নয়
যেন সাজানো অর্বাচীন !!
না খেতে পেয়ে মরবে তবুও
ধরবে না কোন পায়ে..
আজ খুঁজো তুমি চাবুকের দাগ
পাবে...মধ্যবিত্ত গায়ে ||
