Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

তীর্থধূলি
  প্রদীপ সেন

সবার দৃষ্টি আজ পূর্ব দিগন্তে লীন
রাতটা পোহালেই সে কাঙ্ক্ষিত দিন
জনে জনে ইশারায় দেবে সেই হাঁক-
আমারে কী ভুলে গেলে, আজ না পঁচিশে বৈশাখ?
সমস্বরে ওঠে রব, ঐ শোনো মুহুর্মুহুঃ শাঁখ
ভুলিনি প্রাণের মাস আমাদের বৈশাখ…


তীর্থধূলি
  প্রদীপ সেন

সবার দৃষ্টি আজ পূর্ব দিগন্তে লীন
রাতটা পোহালেই সে কাঙ্ক্ষিত দিন
জনে জনে ইশারায় দেবে সেই হাঁক-
আমারে কী ভুলে গেলে, আজ না পঁচিশে বৈশাখ?
সমস্বরে ওঠে রব, ঐ শোনো মুহুর্মুহুঃ শাঁখ
ভুলিনি প্রাণের মাস আমাদের বৈশাখ।
রাতটা পোহাতে দাও হাতে নিয়ে অঞ্জলি
মাগবো প্রাণ মন্ত্রে জোড়াসাঁকোর ধূলি।

আগরতলা, ০৭/০৫/২০