সাপ্তাহিক প্রতিযোগিতা (০৮)
শিরোনাম-- কবিতা-গল্প-উপন্যাস
- - - - - - - - - - - - - - - -
সুমন চৌধুরী
হয়তো কবিতাও ছিলো, তাই বুঝি ছোট্ট একটা বিন্দু হয়ে বসে আছো, শূণ্যস্থানের শেষে!
টুকরো টুকর…
সাপ্তাহিক প্রতিযোগিতা (০৮)
শিরোনাম-- কবিতা-গল্প-উপন্যাস
- - - - - - - - - - - - - - - -
সুমন চৌধুরী
হয়তো কবিতাও ছিলো, তাই বুঝি ছোট্ট একটা বিন্দু হয়ে বসে আছো, শূণ্যস্থানের শেষে!
টুকরো টুকরো নিশীথ,অন্ধকারে অনুক্ষণ জমাট বাঁধতে থাকে স্বপ্নদের সাজানো লাইনে,
কি জানি কোন সকালের অপেক্ষায়....!
পদ্য-গদ্য,নাকি ছন্দ!
হয়তো ছোট গল্পও ছিলো, তাই বুঝি লম্বা একটা দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছো, শেষ অধ্যায়ের শেষে!
আবার ভরা শ্রাবণের আকাশে শুকনো মেঘ হয়ে ভাসতে থাকে ভাষারা,
কি জানি হয়তো বৃষ্টিও চেয়েছিল! পৃথিবীর চৌচির মাটির বুককে ভিজিয়ে দিতে, কোনো উপন্যাসের উপমা হয়ে......!
তাই বুঝি, দিন আর রাত্রি, রোদ আর বৃষ্টির মতো সৃষ্টি হয়ে পরে আছে,
ক্লান্ত জীবনের কোনো এক প্রান্তে!
ছন্নছাড়া, ছন্দহারা, গল্প- কবিতা..,, কখনো আবার নামহীন উপন্যাস!!
------- ------- -------
