Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-৮
#বিষয়-উন্মুক্ত
#কবিতার শিরোনাম-আবার ফিরে দেখা
#লিখনে-সঙ্গীতা ভদ্র কর্মকার
৫/৫/২০২০
**********
সেদিনের ফাগুনের গোধূলি বেলায় রঙিন পেঁজা তুলোর মতো মেঘে আকাশ গিয়েছিল ছেঁয়ে-অকপটে  আঁকা ছবি ;যেন দু-হাত উন…


#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-৮
#বিষয়-উন্মুক্ত
#কবিতার শিরোনাম-আবার ফিরে দেখা
#লিখনে-সঙ্গীতা ভদ্র কর্মকার
৫/৫/২০২০
**********
সেদিনের ফাগুনের গোধূলি বেলায় রঙিন পেঁজা তুলোর মতো মেঘে আকাশ গিয়েছিল ছেঁয়ে-অকপটে  আঁকা ছবি ;যেন দু-হাত উন্মুক্ত করে ডাকছে আমায়-নিতে চায় সান্নিধ্য,
ব্যক্ত করছে কিসের একটা ইঙ্গিত । 
টুপ টাপ করে ঝড়ে পড়ছে কৃষ্ণচূড়া  হলুদ রঙের ফুল ও সবুজ পাতা,
আবার যেন নতুন করে সেজে উঠেছে চেনা সেই পথ-আর লাগছে অচেনা অজানা ,সব গুলিয়ে যাচ্ছিল
মনে হচ্ছে কারও অপেক্ষার হবে আজ শেষ-পাবো আবার ফিরে দেখা।
হঠাৎ তখনই প্রাণে উন্মুক্ত হলো "প্রেমের বন্ধ  দ্বার",কে যেন চুপিসারে
দিল ডাক -এল সেই অপেক্ষার উওর
অন্তরে বেজে উঠল ঝংকার ,নাকে ভেসে এলো চেনা পারফিউমের গন্ধ
স্নিগ্ধ চোখে ফিরে চাইতে তাঁর দিকে;
ভাসা ভাসা স্বরে বলে উঠলো সে- চিনতে পারছো আমায়,ভুলে গেলে
তখন বলেছিলেম তাঁরে একটি কথা
আজও আছে হৃদয়ের মাঝে গেঁথে-
মৃদুস্বরে,চিনতে পারবো না আবার -
শৈশব হতে যৌবনের মধ্যে বাঁধা প্রথম
খেলার ও আবোলতাবোল গল্পের সাথী কে;
ভুলি কি করে -ভুলতে দেয়নি এ মন যে কোন ক্ষণে-বলতেই দুজনেই দিল মুচকি হেসে ,
 বারো বছরের প্রতীক্ষা শেষ - উন্মুক্ত ভালোবাসার পবিত্র আলিঙ্গনে।

         ***************