সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ৮
বিভাগ কবিতা
সাদা আকাশ চাদর
শিমুল ভূঁইয়া
তারিখ:-০৪/০৫/২০২০
-------------------------------------
সবুজ ঘাসে বিছিয়ে দিলাম
সাদা আকাশ চাদর,
এই ফাগুনে বুকের মাঝে
জড়িয়ে করিস আদর।
রাত্রি নিঝুম নেই চোখে ঘ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ৮
বিভাগ কবিতা
সাদা আকাশ চাদর
শিমুল ভূঁইয়া
তারিখ:-০৪/০৫/২০২০
-------------------------------------
সবুজ ঘাসে বিছিয়ে দিলাম
সাদা আকাশ চাদর,
এই ফাগুনে বুকের মাঝে
জড়িয়ে করিস আদর।
রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
ভালোবাসার ধুম!
হাসনা হেনা সুবাস ছড়ায়
ভালোবাসা বুনন।
নইলে আমি টুকরো হবো
চাঁদনী রাতে খুন!
চন্দ্র সুপ্ত রাতে
বুকের গভীরে ভাঁজে,
পূর্ণ করো মনের চাওয়া
বৃষ্টি মাঝে মাঝে।
