Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবারের সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৮
বিষয় -রবি কিরণ
বিভাগ -কবিতা
তারিখ -06.05.20
কবিতার শিরোনাম- পঁচিশে বৈশাখ

কবি- শ‍্যামাপ্রসাদ সরকার

পঁচিশে বৈশাখ
************

সে এক আশ্চর্য দিনের কথা
ধূসর কক্ষপথে এক অলৌকিক আলোয়,
অপূর্ণ চিত্ত জেগেছিল …


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৮
বিষয় -রবি কিরণ
বিভাগ -কবিতা
তারিখ -06.05.20
কবিতার শিরোনাম- পঁচিশে বৈশাখ

কবি- শ‍্যামাপ্রসাদ সরকার

পঁচিশে বৈশাখ
************

সে এক আশ্চর্য দিনের কথা
ধূসর কক্ষপথে এক অলৌকিক আলোয়,
অপূর্ণ চিত্ত জেগেছিল অমৃতের পাত্র ভরে!
পশ্চিম এসে মিশে যায় পুবে সতত,
সত্ত্বার  উন্মোচনে ভোর আসে অলীক দিগন্তে।

জন্ম মৃত‍্যুর ধারাপথে অসংখ‍্য কবিতা, গান
আয়নার প্রতিবিম্ব যেন! আমাকে দেখায়
একটুকরো জীবনের প্রলোভন..অমৃতময়!

শতাব্দী চলে যায় অগণিত দিনের হিসাবে,
রঙ্গমঞ্চ থেকে আলো সরে আসে জীবননাট‍্যের,
তবুও ক্ষুধার্ত হৃদয় খোঁজ করে অকিঞ্চন দয়া!
শতবর্ষ আগের এক প্রবীণ কবির কলম,
সহস্রাব্দ পরেও  অক্ষরমালা গেঁথে যেতে পারে
পঁচিশে বৈশাখে! প্রতিটি কবিতার জন্মমুহূর্ত 'পরে।