মহামারী করোনা মোকাবিলায় সাধারণ মানুষের ভয়াবহ পরিস্থিতিতে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম দিবস উপলক্ষে তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী পরমানন্দ পট্টনায়ক এর দুই…
মহামারী করোনা মোকাবিলায় সাধারণ মানুষের ভয়াবহ পরিস্থিতিতে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম দিবস উপলক্ষে তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী পরমানন্দ পট্টনায়ক এর দুই ছেলে।
দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। এই লোক দাওনি দুস্থ অসহায় মানুষগুলো যেন দিশেহারা। দিন আনি দিন খাই মানুষগুলো আজ কাজ হারিয়েছে। তাদের কথা মাথায় রেখেই ভাবনা চিন্তা করলেন তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী পরমানন্দ পট্টনায়েক। কবিগুরুর জন্মদিনে তুলে দেয়া হবে এই দান সামগ্রিক। সেইমতো শুক্রবার সকালে স্থানীয় কাউন্সিলর চঞ্চল খাড়া, পরমানন্দ পট্টনায়েক, স্ত্রী সবিতা পট্টনায়েক এবং দুই ছেলে রাকেশ পট্টনায়েক এবং অঙ্কিত পট্টনায়কের উপস্থিতিতে প্রায় 900 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
