Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এম এস এস, ডি এস ও এবং ডি ওয়াই ও-এর তমলুক থানায় বিক্ষোভ

লকডাউন পরিস্থিতিতে রাজ্যজুড়ে মদ দোকান খোলার বিরুদ্ধে মহিলা সংগঠন এম এস এস,ছাত্র সংগঠন ডি এস ও এবং যুব সংগঠন ডি ওয়াই ও-এর তমলুক থানায়  বিক্ষোভ।।

লকডাউনে পূর্ব মেদিনীপুর জেলা রেড জোনের মধ্যে পড়েছে।জেলায় করোনা রোগী বাড়ছে।অথচ সম্প্…



লকডাউন পরিস্থিতিতে রাজ্যজুড়ে মদ দোকান খোলার বিরুদ্ধে মহিলা সংগঠন এম এস এস,ছাত্র সংগঠন ডি এস ও এবং যুব সংগঠন ডি ওয়াই ও-এর তমলুক থানায়  বিক্ষোভ।।

লকডাউনে পূর্ব মেদিনীপুর জেলা রেড জোনের মধ্যে পড়েছে।জেলায় করোনা রোগী বাড়ছে।অথচ সম্প্রতি রাজ্য সরকার মদ দোকানগুলো খোলায় ব্যাপক ভিড়ের কারণে কোভিড১৯ সংক্রমণের আশঙ্কা থাকছেই। সরকারের মদ দোকান খোলার অনৈতিক সিন্ধান্তে মানুষ ক্ষুব্ধ। এর বিরুদ্ধে জনসাধারণ প্রতিবাদ জানিয়েছে।বহু জায়গায় স্বতস্ফুর্ত বিক্ষোভও হয়েছে।এই মদ দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ তমলুক থানায় এস ইউ সি আই(সি) দলের গনসংগঠন ডি এস ও, ডি ওয়াই ও, এম এস এস-এর  পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ দেখাল। বিক্ষোভে
নেতৃত্ব দেন মহিলানেত্রী শ্রাবন্তী মাজী,ছাত্র নেতা সুদর্শন মান্না প্রমূখ।
 শ্রাবন্তীদেবী বলেন -'এমনিতেই মানুষ কাজ হারিয়ে খাবার ও বিভিন্ন রোগের ঔষধ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। তার ওপর মদের দোকান খুললে গৃহবিবাদ, অশান্তি আরো বাড়বে।
রাজ্য সরকারের কাছে বর্তমানে মদ বিক্রির ক্ষতিকারক নীতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমাদের জেলা রেড জোনের মধ্যে পড়ছে। প্রতিদিন করোনা রোগী বাড়ছে।ফলে এই জেলার কোন স্থানে মদের দোকান যাতে খোলা না হয় তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের আমরা আজ সামাজিক দূরত্ব বজায় রেখে দাবী জানালাম তমলুক থানায় মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন ডি এস ও,যুব সংগঠন ডি ওয়াই ও পক্ষ থেকে। '