Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা রেড জোন হওয়া সত্বেও মদ দোকান খোলার অনুমতি দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুর জেলায় কোভিড-১৯ রেড জোন হওয়া সত্বেও মদ  দোকান খোলার অনুমতি দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ
।।

এস ইউ সি আই এর মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন , যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন,  ছাত্র …



পূর্ব মেদিনীপুর জেলায় কোভিড-১৯ রেড জোন হওয়া সত্বেও মদ  দোকান খোলার অনুমতি দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ
।।

এস ইউ সি আই এর মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন , যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন,  ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানিজেশন ,সারা বাংলা পরিচারিকা সমিতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা আবগারি দপ্তর এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখানো হয়। সম্প্রতি রাজ্য সরকার মদের দোকান খোলার অনুমতি দেওয়ার ফলে যেভাবে স্বাস্থ্য বিধি ভঙ্গ করে মদ কেনার জন্য অনভিপ্রেত ভিড় জমেছে, তা ঠেকাতে পুলিশ প্রশাসন ব্যর্থ।এতে কমিউনিটি স্প্রেড বাড়বেই এবং সংক্রমণ রোখার সব রকমের চেষ্টা ব্যর্থ হওয়ার আশংকা। এমনিতেই কোভড ১৯ প্রতিরোধে ও চিকিৎসায় মদ্যপান ক্ষতিকারক (চিকিৎসকদের উপদেশ) এবং লকডাউনে গৃহবন্দী দশা গার্হস্থ্য উৎপীড়ন বাড়ছে বলে সমীক্ষায় প্রকাশ পেয়েছে বলে সংসঠন গুলির অভিযোগ। মানুষ কাজ হারিয়ে খাবার ও বিভিন্ন রোগের ঔষধ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। তার ওপর মদের দোকান খুললে গৃহবিবাদ, অশান্তি আরো বাড়বে। পূর্ব মেদিনীপুর জেলা রেড জোনের মধ্যে পড়ছে। ফলে এই জেলার কোন স্থানে মদের দোকান যাতে খোলা না হয় তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় আবগারি দপ্তরে এবং জেলাশাসক দপ্তরে। '