উড়িষ্যায় করোণা আক্রান্তের সূত্র ধরে রামনগর-১ ব্লকের দীঘা থানার মির্জাপুরের একই পরিবারের ১১ জনকে চন্ডিপুর হাসপাতাল আইসোলেশন পাঠানো হলো।। উড়িষ্যার করোনা আক্রান্ত এই ব্যক্তির শ্বশুরবাড়ি দীঘা থানার মির্জাপুরে। এপ্রিলের প্রথম সপ্…
উড়িষ্যায় করোণা আক্রান্তের সূত্র ধরে রামনগর-১ ব্লকের দীঘা থানার মির্জাপুরের একই পরিবারের ১১ জনকে চন্ডিপুর হাসপাতাল আইসোলেশন পাঠানো হলো।।
উড়িষ্যার করোনা আক্রান্ত এই ব্যক্তির শ্বশুরবাড়ি দীঘা থানার মির্জাপুরে। এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি শ্বশুর বাড়িতে আসেন। দীর্ঘদিন শ্বশুর বাড়িতে থাকার পরে কয়েকদিন আগেই স্ত্রীকে নিয়ে উড়িষ্যায় নিজের বাড়িতে ফিরে যান। সেখানে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। করোনা পরীক্ষায় পজিটিভ আসে।সেই সূত্র ধরে শ্বশুরবাড়ির পরিবারের ১১ জনকে সোমবার চন্ডিপুরের করোনা হাসপাতালে নিয়ে যায় স্বাস্থ্যকর্মীরা। এর ফলে মির্জাপুর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দীঘা থানার পুলিশ মাইকিং করে এলাকায় সতর্ক করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়ির বাইরে না বেরোনোর আবেদন করেন দীঘা থানার পুলিশ।।
