তমলুকে শিক্ষক সংগঠন এস টি ই এ-এর উদ্যোগে শিক্ষার্থীদের খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হলো।
নভেল করোনা আতংকে বিশ্ববাসী ত্রস্ত। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশেও লকডাউন চলছে। সবাই ঘরবন্দি। 'দিন আনা দিন খাওয়া' মা…
তমলুকে শিক্ষক সংগঠন এস টি ই এ-এর উদ্যোগে শিক্ষার্থীদের খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হলো।
নভেল করোনা আতংকে বিশ্ববাসী ত্রস্ত। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশেও লকডাউন চলছে। সবাই ঘরবন্দি। 'দিন আনা দিন খাওয়া' মানুষজন অসহায়। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। কারণ একদিকে অভিভাবকদের কাজ নেই, আর্থিক টানাপোড়েন। অন্যদিকে বিদ্যালয়গুলি ছুটি।
এমতাবস্থায় দায়িত্বশীল শিক্ষক সংগঠন হিসেবে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির(এস টি ই এ) পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ তমলুকের যোগীখোপ কৈলাসবাসিনী গার্লস হাইস্কুলে আয়োজন করল খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ শিবির।এলাকায় দশম শ্রেণীর ৬০ শিক্ষার্থীকে ছোলা,ডালিয়া,বিস্কুট,হরলিক্স,সাবান এবং খাতা-কলম শিক্ষাসামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।সামাজিক দূরত্ব মেনেই সমগ্র কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক স্বপন কুমার ভৌমিক,প্রধান শিক্ষিকা মীনাক্ষী দিন্ডা,কোষাধ্যক্ষ দেব রঞ্জন দাস,শিক্ষক যুধিষ্ঠির দত্ত,শিক্ষক নেতা তপন জানা প্রমূখ।
স্বপন বাবু জানান, 'লকডাউনে প্রান্তিক মানুষজন অসহায়।ইতিমধ্যে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই জেলা থেকে দুই লক্ষাধিক টাকা জমা করেছি।সমিতির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। আগামী দিনে এরকম আরও কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে চাই।'
খাদ্য ও শিক্ষাসামগ্রী দেওয়ার পরে ছাত্রীদের ক্লাস রুমের মধ্যে বসতে বলা হয়। ক্লাস রুমের মধ্যে প্রধান শিক্ষিকা ছাত্রীদের করোনা নিয়ে সচেতন মূলক বক্তব্য দেন। আর তাতেই প্রশ্ন উঠেছে স্কুল ছুটি থাকা সত্ত্বেও কিভাবে ক্লাস রুমের মধ্যে প্রধান শিক্ষিকা ছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করতে পারেন?
