Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

আজও আছি আমি:-
সুজাতা দাস:-

তুই আছিস বলে আমি এখনও ভালোবাসি নিঃশব্দতাকে-
তুই আছিস বলেই ভালোবাসি আজও বিকেলের ভাতঘুমকে-
ভালোবাসি আজও শুকতারাটার মিটিমিটি ঐ হাসিটা!!
তুই আছিস বলেই আজও শুনি চৌরাশিয়ার বাঁশিটা-
আজও খুঁজে ফেরা তোর কারনেই …


আজও আছি আমি:-
সুজাতা দাস:-

তুই আছিস বলে আমি এখনও ভালোবাসি নিঃশব্দতাকে-
তুই আছিস বলেই ভালোবাসি আজও বিকেলের ভাতঘুমকে-
ভালোবাসি আজও শুকতারাটার মিটিমিটি ঐ হাসিটা!!
তুই আছিস বলেই আজও শুনি চৌরাশিয়ার বাঁশিটা-
আজও খুঁজে ফেরা তোর কারনেই বেণীমাধবের প্রেম প্রেম ঐ খেলাটা-
এখনও আছে নস্টালজিক হয়ে তোর'আমার ভালোবাসাটা-
তুই আছিস তাই আমি আজও বেলা বোস হইনি-
পাবলিক বুথে আজও তুই 2441139 ডায়াল করিসনি-
 তুই আছিস বলেই নন্দন আর জীবনানন্দ সভাঘর এখনও পুরানো হয়নি-
এখনও সুর বাজে মনের ঘরে বসন্তএর অনেক আলাপ
 তবুও মাঝে মাঝে ভৈরবীর সুরেরা করে অনেক বিলাপ-
তুই আছিস বলে পাঞ্চজন্য এখনও জেগে ওঠেনি;
ধর্মযুদ্ধ এখনও তাঁর সংহার রূপ নেয়নি-
তুই আছিস বলে আজও কালিদাসের শকুন্তলারা জীবন্ত-
তাই আজও খুঁজেফেরে মেঘদূত শুধু অলকাপুরী আর যক্ষ-
তুই আছিস বলেই সাঁঝ আকাশে অরুন্ধুতী আজও উজ্জ্বল-
ছুঁয়ে দেখা ফুটপাতের ঐ ছেলেটাকে যার আমার ছুঁয়ে থাকা হাতটাই সম্বল-
শুধু তুই আছিস বলে।।
কপিরাইট @1443 সুজাতা
10/5/2020
রবিবার