Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবারের সাপ্তাহিক কলম সম্মাননা

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ০৮
 বিষয়-  রবি কিরণ
কবিতা- কবিগুরু রবীন্দ্রনাথ
সুমিতা চৌধুরী
তাং- ০৮\০৫\২০২০

বঙ্গ সংস্কৃতির শিরায় শিরায়  বহমান রবি ঠাকুরের নাম
বিশ্ব সাহিত্য অঙ্গনে সাদরে সমাদৃত তাঁর স্থান


অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ০৮
 বিষয়-  রবি কিরণ
কবিতা- কবিগুরু রবীন্দ্রনাথ
সুমিতা চৌধুরী
তাং- ০৮\০৫\২০২০

বঙ্গ সংস্কৃতির শিরায় শিরায়  বহমান রবি ঠাকুরের নাম
বিশ্ব সাহিত্য অঙ্গনে সাদরে সমাদৃত তাঁর স্থান
জীবনের সকল অধ্যায়ে ওতোপ্রাত জড়িয়ে আছেন তিনি
তোমার, আমার, মনের ঘরের কবিগুরু তিনি
শুধু কবিতার পরিসরে তিনি আবদ্ধ নন
সাহিত্যের সকল শাখায় তাঁর সৃষ্টি পায় মান
লেখক-কবি ব্যতিরেকে তিনি এক শিক্ষা প্রতিষ্ঠানও
শান্তিনিকেতন, বিশ্বভারতী তাঁর  শিক্ষাঙ্গনের শাখাই জেনো
প্রকৃতির মাঝে মুক্তমনের শিক্ষার তিনিই পথিকৃৎ
তিনিই অনুধাবন করেছিলেন, মুক্তাঙ্গনের শিক্ষাই প্রকৃত শিক্ষার ভিত
কাব্য থেকে সুরে তাঁর সৃষ্টি ছন্দে মাতে
নব আঙ্গিকে নৃত্য-গীত-নাট্যের বন্দনা হয় তাতে
পাশ্চাত্য থেকে মাটির সুরে তাঁর গান পেয়েছে অমরত্ব
তাঁর সৃষ্টির জাদুতে সকলের হৃদয়ে আজো করেন রাজত্ব
তাঁর কলমের আঁচড়ে ছবিও কথা কয়
তাঁর সৃষ্টির অনায়াস গতায়ত সকল শিল্প কলায়
আবাল বৃদ্ধ বনিতার সকল মনের ভাবধারায়
তিনি আজও প্রাসঙ্গিক বহমান ঐতিহ্য ধারায়
প্রেমে-অপ্রেমে, কল্পনায়-বাস্তবে
তাঁর সৃষ্টি অমর অক্ষয়  সাহিত্যের বৈভবে
জীবন জুড়ে নানা রঙের আলপনায়
তিনি সবাকার হৃদ মাঝারে আছেন স্বমহিমায়