Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবারের সাপ্তাহিক কলম সম্মাননা

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৮
বিষয়: রবি কিরণ

কবীন্দ্র রবীন্দ্র
সুব্রত কুমার মণ্ডল


বহু যুগের ওপার হতে ওহে বৈদিক ঋষি,
ধরার ধূলিকে তুমি বাসিয়াছো ভালো।
অন্ধকার এ জগতের সব তমঃ নাশি,
জ্বেলেছো ধরণী বুকে জীব…



অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৮
বিষয়: রবি কিরণ

কবীন্দ্র রবীন্দ্র
সুব্রত কুমার মণ্ডল


বহু যুগের ওপার হতে ওহে বৈদিক ঋষি,
ধরার ধূলিকে তুমি বাসিয়াছো ভালো।
অন্ধকার এ জগতের সব তমঃ নাশি,
জ্বেলেছো ধরণী বুকে জীবনের আলো।
মরণের পরপারে বেদনার ঘরে
মানুষের যত ব্যথা সব ভুলে যায়;
অনায়াস বিচরণে সবাকার তরে,
তুমি তো নিয়েছো তুলে কাঁধে সব দায়।
অসহায় জীবন যেথা মলিনতা ভরা,
গানে গানে শুনিয়েছো জীবনের কথা;
কবিতায় ভুলে যাওয়া বেদনার ধরা,
সব তুমি জানো বুঝি মানুষের ব্যথা!
তাই তুমি লিখে গেছো কত কথা কলি,
ছন্দে ছন্দে ভরা বন্দনা গান;
গল্পে নাটকে তুমি ভরিয়েছো ঝুলি,
তুলেছো ব্যথিত প্রাণে জীবনের তান।
যেখানে দেখেছো তুমি ন্যায় হীনতা,
অবিচারে কাঁদে যেথা বিচারের বাণী;
ঝলসে কলম তব সব দীনতা,
ঘুচিয়েছো জগতের যত আছে গ্লানি।
মানুষ আবার কবি  রবি কর চায়,
সবাকার তরে তাই করি জোড় হাত,
বিপন্ন ধরার ধূলি করে হায় হায়;
এসো এসো মহা ঋষি  রবীন্দ্রনাথ।

(২৪ লাইন)