দৈনিক কবিতা প্রতিযোগিতা
পর্ব-১০
শিরোনাম -সেঁকে নিয়ে আঁচে
ফাল্গুনী গিরি
তারিখ -২৭/০৬/২০২০
কষ্ট কিছু জড় করে কিনে ছিল সুখ
এক চিলতে আশ্রয়ের সুখ --
ভেসে গেল জলে।
হলদেটে খামে মোড়া ছিল কিছু স্মৃতি,
হারিয়ে গেল কোন সে অতলে--
এখন আশ্রয়হীন…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
পর্ব-১০
শিরোনাম -সেঁকে নিয়ে আঁচে
ফাল্গুনী গিরি
তারিখ -২৭/০৬/২০২০
কষ্ট কিছু জড় করে কিনে ছিল সুখ
এক চিলতে আশ্রয়ের সুখ --
ভেসে গেল জলে।
হলদেটে খামে মোড়া ছিল কিছু স্মৃতি,
হারিয়ে গেল কোন সে অতলে--
এখন আশ্রয়হীন দুটি চোখ
নেই কোনো জল,শুধুই মরুভূমি।
নুইয়ে পড়া মাথা নিয়ে চলতে শেখে নি সে
কিশোরী মন থেকে সংগ্রামী একজন
শোণিত ধারায় আছে মিশে -
সে আবার দাঁড়াবে উঠে
সেঁকে নিয়ে নিজেকে গরম আঁচে-
মুঠোয় ভরে নেবে আঁধার সময়
জীবন্ত লাশ হয়েও কতজনই তো বাঁচে।।