.......... " শেষ বিচার " [ ' অনুগল্প ' / ১৫ টি বাক্যে ] .. ত্রিদিব কুমার বর্মণ । ...........
------------------------ ------------- ------------------- ------------------------…
.......... " শেষ বিচার " [ ' অনুগল্প ' / ১৫ টি বাক্যে ] .. ত্রিদিব কুমার বর্মণ । ...........
------------------------ ------------- ------------------- -------------------------------
......." কাগজ -- কলম। / সাহিত্য "........।। বাবা , আমাকে
ছোটবেলায় ' রাইটার ' -- কলম উপহার দিয়েছিল , আমার ' প্রথম ' হবার সুবাদে ..... । বলেছিল ; ---- তুমি বড় হ'য়ে ' রাইটার ' হও..... , আশীর্বাদ রইল...... ।
আমার বাবা খ্যাতনামা আইনজ্ঞ , উচ্চ আদালতে সুবিচারক ...... । আর আমি , বাবার মতো
হলাম না , বাবার খুব দুঃখ ...... ।
বাবা'কে দেখতাম , অঢেল আইনের বই নিয়ে পড়ায় বুঁদ , আর আমি উল্টোটা ,-- মাও-সে-তুং ,
সুভাষ চন্দ্র বোস , হো - চি - মিন , চে - গুয়েভরা , ফিদেল কাস্ত্রো নিয়ে মেতে থাকতাম....... ।
যৌবনের উদ্দীপনায় বাবাকে ছেড়ে , সংসার - পরিজনদের ত্যাগ ক'রে চ'লে গেলাম প্রত্যন্ত গ্রামে , দেশমাতৃকা'কে স্বৈরাচারী অনুশাসন থেকে মুক্তি'র কারণে , গুপ্ত অনুশীলন দলে নাম
নথিভুক্ত করলাম ........ ।
' সশস্ত্র বিপ্লবই মুক্তির পথ '....... , এই মন্ত্রে দীক্ষিত হলাম.........।
উপহারের ' রাইটার ' -- কলম , এখন বাবার হেফাজতে .......... ।
আমি অস্ত্র চালানো'র পারদর্শী , শত্রু'কে বিনাশ করতে কুন্ঠাবোধ নেই........ , সন্মুখ সমরে যুদ্ধ
করতেও পিছু -- পা ' হই না ........... ।
ধরা পড়ে , এখন আমার কয়েদী জীবন ...... , আমার মাথা'র মূল্য নির্ধারিত কয়েক লক্ষ টাকা....
জীবিত নাকি মৃত .......... ! !
আমার বিচারের জন্য আদালত কক্ষে অসংখ্য মানুষের ঢল ......... ।
শেষ বিচারের বাণী শোনার জন্যে উন্মুখ হ'য়ে রয়েছি ........ । মাথা উঁচু ক'রে বাবা'কে দেখলাম ,
--- দেখলাম , সেই ' রাইটার ' -- কলম দিয়ে খচ্ খচ্ ক'রে , মাথা নিচু হ'য়ে লিখে দিল বিচারক ,
----------- " হ্যাংগ্ আউট্ , টিল্ হিজ্ ডেথ্ " .......... ।
' রাইটার ' --- কলমে'র নিবটা শেষ অক্ষর লেখা'র পর ভেংগে দিয়ে , বাবা চেয়ার ছেড়ে উঠে ,
আদালত কক্ষ ত্যাগ করল ............ ।।
................♠................
~~~~~~~~~~~~~~~~~♥♠~~~~~~~~~~~~~~~~~~~~~