দৈনিক সেরা কলম সন্মাননা
প্রতিযোগিতা পর্ব - ১২
কবিতা : খেলাঘর
কল্পদেব চক্রবর্তী
২৯ - ৬ - ২০
জল ছুঁয়ে ছুঁয়ে আমি চলি
জলতরঙ্গ খেলাখেলি
ডুবসাঁতারে তুমি দাও পাড়ি
আমি তোমার কাছে,
নীল দিগন্তে মস্ত এক দাড়ি।।
শুকতারার …
দৈনিক সেরা কলম সন্মাননা
প্রতিযোগিতা পর্ব - ১২
কবিতা : খেলাঘর
কল্পদেব চক্রবর্তী
২৯ - ৬ - ২০
জল ছুঁয়ে ছুঁয়ে আমি চলি
জলতরঙ্গ খেলাখেলি
ডুবসাঁতারে তুমি দাও পাড়ি
আমি তোমার কাছে,
নীল দিগন্তে মস্ত এক দাড়ি।।
শুকতারার ছবি জলে ডুবুডুবু
জোনাকির আলো খাচ্ছে হাবুডুবু
আকাশ পানে চাই
মেঘের কোলে মুখ লুকাই
দেখি ডিঙ্গা ভেসে যায়,
তুমি নাই।
চাঁদটা রাহুর কোল যাওয়ার আগে,
আমার দিকে ফিরে চাইল একবার
তেমনি তো ছিল তোমার গলার রত্নহার
এই খেলায় কার হলো জিত
কাহারিবা হলো হার,
জানি তুমি ফিরবে আবার।।
_____________