Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

নদীর মেয়ে/
(আষাঢ় মাসের ছড়া)
ফয়জুর রহমান /
২৯/৬/২০২০

বর্ষাবাদল আষাঢ় শ্রাবণ
মুখকমলে মেঘলা বেলা ।
বইছে নদী খুন-সুটিতে
ভাঙ-চুরেতে করছে খেলা ।

নদীর মেয়ে চঞ্চলতা
মন প্লাবনে উজানভাটি ।
পায়ের নুপুর বৃষ্টিমুখর
প্রক্ষালিত করছে মাটি ।

হিজল…

নদীর মেয়ে/
(আষাঢ় মাসের ছড়া)
ফয়জুর রহমান /
২৯/৬/২০২০

বর্ষাবাদল আষাঢ় শ্রাবণ
মুখকমলে মেঘলা বেলা ।
বইছে নদী খুন-সুটিতে
ভাঙ-চুরেতে করছে খেলা ।

নদীর মেয়ে চঞ্চলতা
মন প্লাবনে উজানভাটি ।
পায়ের নুপুর বৃষ্টিমুখর
প্রক্ষালিত করছে মাটি ।

হিজল তলায় বংশীবাদক
নদীর মেয়ে সন্তরণে ।
অথই জলের রূপকুমারী
ইন্দ্রজালিক সবার মনে ।

এমনতরে কোন মুসাফির
বেদের ঘাটে নৌকাডুবি ।
চঞ্চলতা ঢেউ কটিতে
ধুপছায়াতে গায় পুরবি ।

আষাঢ় মাসের বৃষ্টিবাদল
মন পারাপার সংগোপনে ।
ঢেউএর নদী এপার-ওপার
নদীর মেয়ে সিংহাসনে ।

রচনা কাল -২৯/৬/২০২০ সিলেট
বাংলাদেশ ।