#নির্বাক
( #মহিন )
অক্ষরগুলো বেঁচে দিয়ে
আজ আমি ফকির !
নিন্দুকেরা আমার জামায় এঁকে দিতো
এক বোতামখোলা চাহিদা ,
ভাঙা সাঁকোয় চূড়ান্ত এক জোড়া দেওয়ার চেষ্টা ,
আমাকেও মাঝে মাঝে প্রশ্ন করে ,
আমি আজ কোথায় ? এপারে না ওপারে ?
মৃত্যুও আমায়…
#নির্বাক
( #মহিন )
অক্ষরগুলো বেঁচে দিয়ে
আজ আমি ফকির !
নিন্দুকেরা আমার জামায় এঁকে দিতো
এক বোতামখোলা চাহিদা ,
ভাঙা সাঁকোয় চূড়ান্ত এক জোড়া দেওয়ার চেষ্টা ,
আমাকেও মাঝে মাঝে প্রশ্ন করে ,
আমি আজ কোথায় ? এপারে না ওপারে ?
মৃত্যুও আমায় লোভ দেখাতে পারেনি !
আবার হতাশাকেও কখনোও বাতাসা ভেবে ফেলি ,
এক লাইন বাঁচার অধিকারে ,
শব্দ ঝরে পড়ুক গভীর নিঃশ্বাসে ,
জানি ! এ জগৎ আমার কবিতায় আজও বিশ্বাস রাখেনি ,
এমনকি !
আমার মৃত্যুও না !