Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

গদ্য কবিতা  ভাবনায় প্রেম
কলমে বানীব্রত
তারিখ  ২৬/৬/২০

জানিনা আজ কেন আমাকে পাগল প্রেমিক হতে ইচ্ছে করছে।
সেই প্রথম দেখা দার্জিলিঙের পাহাড়ের খাঁজে, ঝিরিঝিরি বৃষ্টির সাথে লুকোচুরির খেলায় মত্ত হয়ে।
মনে পড়ল সেই কথা, হঠাৎ চেপে বসল পাগল…


গদ্য কবিতা  ভাবনায় প্রেম
কলমে বানীব্রত
তারিখ  ২৬/৬/২০

জানিনা আজ কেন আমাকে পাগল প্রেমিক হতে ইচ্ছে করছে।
সেই প্রথম দেখা দার্জিলিঙের পাহাড়ের খাঁজে, ঝিরিঝিরি বৃষ্টির সাথে লুকোচুরির খেলায় মত্ত হয়ে।
মনে পড়ল সেই কথা, হঠাৎ চেপে বসল পাগলপনা।
রি আজও দেখো ব্যালকোনি থেকে সেই রকমই বৃষ্টি ঝরছে।
তোমার মনে পড়েছে সেই দিন গুলো,
তুমি কেমন যেন অবাক হয়ে আমাকে দেখছিলে।
আমিও তোমাকে সেই দিন...
তারপর শুরু হল আলাপ সেই থেকে প্রেম। আমাদের সেই সময়ের প্রেম ছিলো পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়া ঝর্নার মতো।
ঝর্নার জল পাহাড়ের গায়ে আছাড়া খেয়ে যেভাবে ছড়িয়ে পড়ত,
তেমনি তোমার রাগটাও বর্ষিত হতো আমার উপর।
আমি হাসতাম তোমার কান্ড দেখে।
তুমি আর ও রেগে যেতে।
গোধুলির রক্তিম পশ্চিমাকাশের মতো লাল হয়ে উঠত তোমার মুখ,
অদ্ভুত সুন্দর লাগতো তোমাকে।
আমি হাসতে  হাসতে তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরতাম।
তোমার পিঠের উপর লুটিয়ে পরা কেশরাশির মাতাল করা প্রসাধনী গন্ধে আমি পাগল হয়ে তোমার কাঁধে রাখতাম আমার ঠোঁটের পরশ। তুমি ঘুরে গিয়ে আমার বুকে মুখ রেখে দীর্ঘশ্বাস ফেলতে,
মনে পড়ে?
রি আজও কি আমার মতো, সেই দিন গুলোতে তোমার ফিরে যেতে ইচ্ছে করে? 
সেই হাতের পরে হাত রেখে চড়াই উৎরাই পথে আমাদের অবাধ বিচরন মনে পড়ে?
রি ভালোবাসা তো বয়সের বেড়া জালে বন্দি নয়,
তাহলে কেন তুমি এতো চুপচাপ। 
আমরা না হয় বার্ধ্যকের উপবনে এসেছি প্রায়। তবুও তো সেই প্রেমালিপ্ত সময় গুলোকে ভুলি কি করে বল রি।
আজ শুধু স্থানের পরিবর্তন। 
পাহাড়ের জায়গাতে  আমাদের ছোট্ট ব্যালকোনি।
আজ আর নেই সেই পাহাড়ি পথ, হাতের পরে হাত।
রয়েছে সেই ঝিরিঝিরি বৃষ্টি  আর আছে তোমার অপলক নিথর  চোখের চাহনি। বার্ধ্যকের উপবনে সদ্য ফোটা কুঁড়িটা আজ যৌলুস হীন।