দৈনিক কবিতা প্রতিযোগিতা
২০/৬/২০২০~
-----------------------------------------
বরষার রাতদিন♣♠
-------------------------
আজি আকাশ-তলে~
এসেছে মেঘ দলে-দলে,
প্রভাত রবির শুভ্র জ্যোতি,
…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
২০/৬/২০২০~
-----------------------------------------
বরষার রাতদিন♣♠
-------------------------
আজি আকাশ-তলে~
এসেছে মেঘ দলে-দলে,
প্রভাত রবির শুভ্র জ্যোতি,
লুকালো মেঘের অন্তরালে।
গুরু-গুরু রবে মেঘ,কারে দেয় সাড়া!
হারায়েছে তার মন,চুরি করে লয়েছে কারা!
ঝলক তুলি বিদ্যুতের,
শুরু হলো ঐ তার নাচন—
পাগল হাওয়া ছুটছে বেগে,
আওয়াজ শোনো তার শন্-শন্ শন্-শন্।
বারিধারা ঝরছে গগন-অঙ্গন হতে, মন হারায়েছে আজি, নিরুদ্দেশের পথে।
রিনিঝিনি রিনিঝিনি—কী মিষ্টি ধ্বনি !
বলে যেন সে—‘তোমারে আমি চিনি’।
নব মহোৎসব সভা,মুখরিত আজি~
শ্রাবণ-গগন ময়দানে,
উদাস দৃষ্টি মেলে বসে আছি,
আমি,একলা বাতায়নে।
বাদলের এ রাতে,মাদল,ডমরু
বাজছে সমান তালে,
রবি-শশী-তারা—হায়,লুকালে
সবে,কোন্-তলে!
ঝরছে বারিধারা আজি—
সারাদিন-সারারাতি~
বরষার রিম্-ঝিম্ গান,
আজ রাতে মোর সাথী।
প্রভাত হয়েছে,কেটেছে স্নাত-সিক্ত নিশি—
পূব গগনে দেখি,রবির মিষ্ট হাসি।
রাশি-রাশি স্বর্ণাভ আলো- - -
নাশিল কৃষ্ণ-মেঘের কালো,
থেমেছে ঘন-ঘোর মেঘের রোদন,
দেখছি নীলাকাশে শুভ্র-মেঘের হাস্যবদন। ।
মৌসুমী ভৌমিক—