Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগ-কবিতা
শিরোনাম-বেলা শেষে
কলমে-স্মৃতি দত্ত
তারিখ-২৬/৬/২৬

দূর থেকে দেখছি উৎস থেকে বইছে অনন্ত জলধারা

সময়ের  জলধারা--
অন্তরালে শুয়ে আছে আমার অতীতের নক্ষত্রকথা
 কান পাতলে শুনি অজস্র  শব্দের ধ্বনি
শতাব্দীর…



দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগ-কবিতা
শিরোনাম-বেলা শেষে
কলমে-স্মৃতি দত্ত
তারিখ-২৬/৬/২৬

দূর থেকে দেখছি উৎস থেকে বইছে অনন্ত জলধারা

সময়ের  জলধারা--
অন্তরালে শুয়ে আছে আমার অতীতের নক্ষত্রকথা
 কান পাতলে শুনি অজস্র  শব্দের ধ্বনি
শতাব্দীর পর শতাব্দীর ধ্বনি নিয়ে বাতাস কেমন হালকা,-
তার উজান কথায়  শুধু উদাসীনতা
বেলাশেষে সায়াহ্নের লালআবীর গোলা আকাশে
পাখীরা  ফিরছে নিজ ভূমে
প্রশ্ন উঠে মনে-
ভুমির ভেতরে যে স্থানিক বিন্দু তার  সত্যতা কতটুকু!

এই দুচোখ জুড়ে এই পাহাড় নদী সমুদ্র  তার বিশ্বাস যোগ্যতা কতটুকু……?

হায়!জ্যোৎস্না প্লাবিতএই রাতের চাঁদ…
তারই বা সত্যতা কতটুকু?

বেলা শেষে ভারী হয়  বাতাস, ভোরে র আলোয়
আবার হালকা পরতের পর পরত ঝেড়ে  মোছে সাফসুতরো,
জলের সিঁড়ি তে  চিহ্নহীন  কাল
বাতাসের ইথার তরঙ্গ বেয়ে যে আলো পৌছায় তার কোন দায় নেই পরিচিতি  গড়ে তোলার

আকাশ মাটির মাঝখানে
চিহ্নহীন মানুষ
আঙুল চুইয়ে জলের রেখা
আমার ভেতরে জেগে থাকা অজস্র টুকরো    চিহ্নহীন টুকরো টাকরা --
 তার  কোন মানেই  নেই

বেলা শেষে   ধমনী শিরা বেয়ে উঠছে নাবছে  জলস্রোত
জলস্রোতে মিশে যাচ্ছে জল মাটি হাওয়া
আর সময়ের স্রোত।