দৈনিক প্রতিযোগিতা।
বিভিগ-- কবিতা।
শিরোনাম-- ছয় রিপু।
কলমে-- ইন্দ্রাণী রাহা।
২৩.৬.২০.
"ছয় রিপু"
---------------------
ছয় রিপুর ছয়টি ভিন্ন প্রকার,
মনের গভীরে শাখা করে বিস্তার।
লোলুপতার শরীর জুড…
দৈনিক প্রতিযোগিতা।
বিভিগ-- কবিতা।
শিরোনাম-- ছয় রিপু।
কলমে-- ইন্দ্রাণী রাহা।
২৩.৬.২০.
"ছয় রিপু"
---------------------
ছয় রিপুর ছয়টি ভিন্ন প্রকার,
মনের গভীরে শাখা করে বিস্তার।
লোলুপতার শরীর জুড়ে নগ্নতার নাম,
সেইসে রিপু নাম পায় কাম।
কোষে কোষে হয়না অগ্নিস্রোত রোধ,
বুদ্ধি বিবেক হারিয়ে জন্মে ক্রোধ ।
বেহিসাবী বাসনা চরিতার্থের নেই ক্ষোভ,
মনের বেষ্টনীকে ঘেরে দুর্বার লোভ।
মায়ার বিভ্রমে জাগে না দ্রোহ,
অন্ধ ধৃতরাষ্ট্রদের দুর্বলতায় প্রকট মোহ।
আত্মগরিমার প্রাসাদে অহংকার থাকে বশংবদ,
সর্বনাশের সূচনার জোগান দেয় মদ।
পরশ্রীকাতরতা হত্যা করে মনের ঐশ্বর্য,
মানবিকতা বিনষ্ট করে সেইসে মাৎসর্য।
ষড় রিপুর মায়া জালে আবদ্ধ জীবন,
এ দুর্বিষহ অভিশাপ হোকনা মোচন ।।
Copyright@indrani raha.
23.6.20.
বিভিগ-- কবিতা।
শিরোনাম-- ছয় রিপু।
কলমে-- ইন্দ্রাণী রাহা।
২৩.৬.২০.
"ছয় রিপু"
---------------------
ছয় রিপুর ছয়টি ভিন্ন প্রকার,
মনের গভীরে শাখা করে বিস্তার।
লোলুপতার শরীর জুড়ে নগ্নতার নাম,
সেইসে রিপু নাম পায় কাম।
কোষে কোষে হয়না অগ্নিস্রোত রোধ,
বুদ্ধি বিবেক হারিয়ে জন্মে ক্রোধ ।
বেহিসাবী বাসনা চরিতার্থের নেই ক্ষোভ,
মনের বেষ্টনীকে ঘেরে দুর্বার লোভ।
মায়ার বিভ্রমে জাগে না দ্রোহ,
অন্ধ ধৃতরাষ্ট্রদের দুর্বলতায় প্রকট মোহ।
আত্মগরিমার প্রাসাদে অহংকার থাকে বশংবদ,
সর্বনাশের সূচনার জোগান দেয় মদ।
পরশ্রীকাতরতা হত্যা করে মনের ঐশ্বর্য,
মানবিকতা বিনষ্ট করে সেইসে মাৎসর্য।
ষড় রিপুর মায়া জালে আবদ্ধ জীবন,
এ দুর্বিষহ অভিশাপ হোকনা মোচন ।।
Copyright@indrani raha.
23.6.20.