দৈনিক সেরা কলম সম্মাননা,
প্রতিযোগিতা পর্ব-১১
বিভাগ : কবিতা
শিরোনাম : সিস্টেম
কলমে : সজীব মজুমদার
তারিখ : 28/06/2020
' সিস্টেম '
নরকপুরীর অনন্ত যাত্রায় ,
কানাগলির লেলিহান মৃত্যু উপত্যকায়,
ঝুলন্ত সদ্য রক্তমাখা …
দৈনিক সেরা কলম সম্মাননা,
প্রতিযোগিতা পর্ব-১১
বিভাগ : কবিতা
শিরোনাম : সিস্টেম
কলমে : সজীব মজুমদার
তারিখ : 28/06/2020
' সিস্টেম '
নরকপুরীর অনন্ত যাত্রায় ,
কানাগলির লেলিহান মৃত্যু উপত্যকায়,
ঝুলন্ত সদ্য রক্তমাখা নাড়ির বহ্নিবাহুময়।
অগ্নিবৃষ্টির মত আছড়ে পড়া লুব্ধতা ,
কান্নারেখার কাছে সমর্পা ,
উপচে পড়া তরঙ্গের ভিড় আর অমঙ্গলের ছায়াপথে বিজয়ের রুদ্ধতা।
মৃত্যু রিংয়ে ঝুলে থাকা ধূসর অন্তিম বিবৃতির আর নেই যে কোনো দায়বদ্ধতা।
প্রত্যাশার জীবাশ্ম কপালে দুর্দশার ভাঁজ নিষিক্ত ,
নিরন্তর শোষণ আর নিরঙ্কুশ রাজতন্ত্র ফুটন্ত লাভার জ্বালামুখে অনাসিক্ত।
কেঁউ কেঁউ করে কি বা ই লাভ ,
ওরা অরাজক ওরা নারাজ !
আপন ভূমিতে তুমি আটকা ,
ক্ষমতার দম্ভে একগুঁয়ে দৃষ্টিতে আত্মকর্মে ওরা বিরাজ ।
জীবন জয়ের সংকল্প ,বেঁচে থাকার তাগিদ নীরস বাক্যে অপ্রসন্ন ;
'এক-কাট্টা'র সখ্যতা পেরিয়ে ঘুম বিসর্জন তুমি আচ্ছন্ন ।
মরিতে মরিতে অস্বস্তির নগ্ন থাবায় করেছ বুঝি সম্পর্কছিন্ন।
আলোর টানে অম্লান ঘ্রানে ,
সংকোচবোধে বিষণ্ন।
সমীচীন ভাবাত্মক অনুরক্তে রঞ্জিত ঝাপসা অঙ্গন হবে ক্ষুরক্ষুন্ন।