Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব--১১

বিভাগ--গদ‍্য কবিতা
শিরোনাম ----শূন‍্যতায়
কলমে -----শম্পা চট্টোপাধ্যায় ২৮/০৬/২০২০

নিশুতি নিঝুম রাত ছুঁয়ে আছে তন্দ্রাহীনতা।
দেওয়ালে ঝোলানো পেন্ডুলামে সময়ের আমোঘ বার্তা,
          ছুঁয়ে …


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব--১১

বিভাগ--গদ‍্য কবিতা
শিরোনাম ----শূন‍্যতায়
কলমে -----শম্পা চট্টোপাধ্যায় ২৮/০৬/২০২০

নিশুতি নিঝুম রাত ছুঁয়ে আছে তন্দ্রাহীনতা।
দেওয়ালে ঝোলানো পেন্ডুলামে সময়ের আমোঘ বার্তা,
          ছুঁয়ে অন্ধকার ঘরের নিজস্বতা।
           বেতারের তরঙ্গ বয়ে নিয়ে আসছে-
সরদে রাগ দরবারি কানাড়া হৃদয় মোচড়ানো সুরধ্বনি।
এক একটা আঙুল শৈল্পিক সুর মূর্ছনায় মধ‍্যলয়ে
মৃদুমন্দ ঢেউ তুলে আমার ছায়ার পাশ ঘেঁষে দাঁড়ালো কায়া।
অনুভূত হলো নীরব কারো উষ্ণছোঁয়া।
চুপচাপ আমার শব্দেরা জেগে শোনে
অলকানন্দা নদীর তরঙ্গে লুকোনো লক্ষ যন্ত্রণার ইতিহাস।
অবচেতনে জেগে ওঠে নিস্তেজ আগুনে তীব্র দহন।
         এক পৃথিবী ব‍্যসার্ধ‍ের কোলাহল।
শুনসান নিস্তব্ধ শত অনুভূতির গায়ে আবেগি আচ্ছাদন।
সময় থমকে দাঁড়িয়ে অতীতের কথা বলে, হিজলের পাশ ঘেঁষে বয়ে যাওয়া বাতাসে,
নদীর চোরবালিতে আটকে যাওয়া স্মৃতির কথা।
আমার ভেতরে ভাঙাচোরা মহানগর পথ হাঁটে।
      আবেগী আকাঙ্ক্ষিত বন‍্য শূন‍্যতায়!