Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

আমার কবিতা 
"শহীদ ওরা"
অমল কুমার ব্যানার্জী
23/06/2020
(লেখা- 16/06/2020)
--------------------------------------------------------
শহীদ ওরা জন্ম থেকে শহীদ বেদীর পরে,
রক্ত ওদের সমর্পিত দেশের সেচন তরে।
ওদের  হাজার চোখের মাঝে সুপ্…


আমার কবিতা 
"শহীদ ওরা"
অমল কুমার ব্যানার্জী
23/06/2020
(লেখা- 16/06/2020)
--------------------------------------------------------
শহীদ ওরা জন্ম থেকে শহীদ বেদীর পরে,
রক্ত ওদের সমর্পিত দেশের সেচন তরে।
ওদের  হাজার চোখের মাঝে সুপ্ত ইতিহাস,
আমরা যখন সুরক্ষিত ওরা তখন লাশ। 

দেশের সীমা দেশের মাটি ওদের হাতে চাবিকাঠি,
ওরা দেশের জোয়ান, ওরা শহীদ, রক্ত ওদের মহান। 
বুদ্ধিজীবী বারে বারে প্রশ্ন হানে এই জোয়নের পরে,
বেতন ওরা পায়না নাকি, এমনি ওরা মরে ?

আমার দেশের বুদ্ধিজীবীর খুরে  দণ্ডবৎ,
কালও ছিলে আজও তোমরা দেশের ভবিষ্যত !
জোয়ান নিয়ে রাজনীতি তোর বন্ধ কি আর হবে?
যেমন করেই চালটা খেলো, জোয়ান শহীদ হবে।

ভাগ্য ভালো, আমার পার্টির কর্মী বলে লাশটা
নিয়ে হয়নি টানাটানি,
চাইলে পরিস্থিতি এটাও হবে অদূর ভবিষ্যতে।
ভাতের হাঁড়ির মাঝে রাজনীতি যে আজ,
রেশন সে তো পার্টির কালার মেখে,
তবেই তোদের ঝোলায় এসে মিশে। 

এমনি করেই চলছে দেশের হাল,
আওজকে ওরা শহীদ আবার শহীদ ওরা কাল।
রাজনীতিটা পাশে রেখে এক জোট সব হয়ে,
করতে হবে আজকে লড়াই ওদের সাথে নিয়ে। 

অমল কুমার ব্যানার্জী
Copywrite reserved 
16/06/2020