Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা পর্ব-০৭
 বিভাগ :কবিতা 
শিরোনাম : রিফিউজি 
কলমে :সজীব মজুমদার
তারিখ : 23/06/2020

               ' রিফিউজি '
বিধ্বস্ত কালরাতের নগ্ন শিহরণ,
নিথর উঠান কাঁদে,মাটির রক্ত চুষে করেছে ওরা দর্পহরণ!
আগুন জমা মাটির বুকে তবু…


দৈনিক প্রতিযোগিতা পর্ব-০৭
 বিভাগ :কবিতা 
শিরোনাম : রিফিউজি 
কলমে :সজীব মজুমদার
তারিখ : 23/06/2020

               ' রিফিউজি '
বিধ্বস্ত কালরাতের নগ্ন শিহরণ,
নিথর উঠান কাঁদে,মাটির রক্ত চুষে করেছে ওরা দর্পহরণ!
আগুন জমা মাটির বুকে তবুও নিষ্প্রভ নয়ন।

মেঘে ঢাকা চাঁদের বুকে জাগে বিদ্রোহ ,
মানচিত্রের ঘেন্না আর ঘাতকের প্রবৃত্তির বাসরে মৃত প্ররোহ।

পাষন্ড কাঁটাতার ও বুঝি গর্জিত ,
ফাঁসির নিদ্রায় রক্তবীজের প্রাণকে করেছে চূর্ণিত ।
দুর্বৃত্তের প্রতারণার শিকার আর আঁতকে উঠা আততায়ীর হিংস্র থাবায় নির্যাতিত ।

আত্মশ্লাঘার মাস্তুলে বাঁধা বিশ্বাস ,পলাতক ক্রীতদাস।
ফেরারির কান্নার রোল প্রত্যক্ষ অভিঘাতে পিলপিল করে পাহাড় সমুদ্রে যেন হাঁটছে ,
হায়নার কলরবে আকাশনন্দিনীর উচ্ছাসে  রক্তভেজা মাটি ভাসছে।

দস্তিদারের মারপ্যাঁচে শূলবিদ্ধ আশ্রয় ,
বন্ধ অঙ্কুর ! নয়ত ক্ষমতার দম্ভ অস্তমিত গোধূলির নরম আভায়।

ফুটিফাটা পায়ে তপ্ত মরুর দহন জ্বালা,
মাটির ঘর ছেড়ে শূন্য ঘরে নির্বাসন ,
নিয়তির ক্রন্দসী প্রান্তরে একদলা পাপের অভিবাসন।