যে মেয়েটার মৃত্যু হয়েছে
Indrani Bandyopadhyay
যে মেয়েটার মৃত্যু হয়েছে
হিম শীতলতায় ডুবে গেছে
যার ফুটফুটে দেহ।
মর্গে শুয়ে প্রতীক্ষা করছে
সত্যান্বেষী দের ছাড়পত্রের।
একটু পরেই ঘোষিত হবে
কী কারণে মৃত্যু ঘটেছে তার।
বৈজ্ঞানিক আলোয় উন্ম…
যে মেয়েটার মৃত্যু হয়েছে
Indrani Bandyopadhyay
যে মেয়েটার মৃত্যু হয়েছে
হিম শীতলতায় ডুবে গেছে
যার ফুটফুটে দেহ।
মর্গে শুয়ে প্রতীক্ষা করছে
সত্যান্বেষী দের ছাড়পত্রের।
একটু পরেই ঘোষিত হবে
কী কারণে মৃত্যু ঘটেছে তার।
বৈজ্ঞানিক আলোয় উন্মোচিত হবে
কোন পদ্ধতিতে সে গেল।
মেয়েটি খিলখিল করে হাসতো
দূরন্ত নদীকে বুকে চেপে রেখে
তাক লাগিয়ে দিত পুরুষ হরিণ দের।
ভালোবাসার চকিত চাহনিতে
বিহ্বল করে দিত
চারপাশের মানুষ জনকে।
তবু মেয়েটা মর্গে শুয়ে আছে।
পরীক্ষকরা এই সত্য জানে না
মেয়েটি কী চেয়েছিল।
নিষ্পাপ ওষ্ঠ থেকে
ফিসফিসিয়ে উচ্চারিত হয়েছিল
একমুঠো বৃষ্টির আকাঙ্ক্ষা।