#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_৮
#বিভাগ_কবিতা
#শিরোনাম_জীবন_নদী
#কলমে_রিয়া_মিত্র
#তারিখ_২৪_০৬_২০
জীবন যখন সুপ্ত নদী এঁকে বেঁকে চলে,
হঠাৎ আসে দুঃখ সবই, আঁখি ভরে জলে।
দুঃখে যখন মনের ভিতর কষ্ট পাকায় দানা,
জানবে তবু জীব…
#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_৮
#বিভাগ_কবিতা
#শিরোনাম_জীবন_নদী
#কলমে_রিয়া_মিত্র
#তারিখ_২৪_০৬_২০
জীবন যখন সুপ্ত নদী এঁকে বেঁকে চলে,
হঠাৎ আসে দুঃখ সবই, আঁখি ভরে জলে।
দুঃখে যখন মনের ভিতর কষ্ট পাকায় দানা,
জানবে তবু জীবনপথে চলতে যে নেই মানা।
রাত-দিন, দুঃখ-সুখ পরের পর আসে,
এ'সব নিয়েই চলবে জীবন কাটবে বারো মাসে।
জীবন যখন ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে,
কিছু পরেই জীবন এসে আবার কিন্তু হাতটি টেনে ধরে।
জীবন যদি থমকে যায়, নিজেই ওঠো উৎসাহে,
পিছিয়ে পড়লেই যাবে হেরে, এগিয়ে চলো আগ্ৰহে।
দুখের পরেই সুখ আসবে, এ'টাই জীবন-রীতি,
এ'ভাবেই তো চলবে মোদের নূতন জীবন-গীতি।