দৈনিক প্রতিযোগিতা
সেরা কলম সম্মান
কবিতা বিভাগ
শিরোনাম-
#মেঘবালিকা
কলমে- শৈলেন মন্ডল
২৯.০৬.২০২০
তোমার দীঘল কেশ রাশি মনে করিয়ে দেয় ভরা যৌবনা শ্রাবনী শ্রাবন মাসের মেঘ মঞ্জরী মেঘমালা।
তোমায় তখন অপরূপ দৃষ্টি নন্দন মনে হয়।
তুমিই কি আম…
দৈনিক প্রতিযোগিতা
সেরা কলম সম্মান
কবিতা বিভাগ
শিরোনাম-
#মেঘবালিকা
কলমে- শৈলেন মন্ডল
২৯.০৬.২০২০
তোমার দীঘল কেশ রাশি মনে করিয়ে দেয় ভরা যৌবনা শ্রাবনী শ্রাবন মাসের মেঘ মঞ্জরী মেঘমালা।
তোমায় তখন অপরূপ দৃষ্টি নন্দন মনে হয়।
তুমিই কি আমার সেই অনাবিল আনন্দের মেঘবালিকা।
মেঘবালিকা,তুমি বৃষ্টি হয়ে ধরা দাও মনের গভীরে।
তোমার হৃদয়াঙ্গম পরশে বৃষ্টিধারা দিয়ে ছুঁয়ে দাও আমার নীলচে চোখদুটির অজানা আকাশে আগন্তুক হয়ে।
মুছে দাও শত কষ্টময় গ্লানি আর তোমায় অপেক্ষার অবসানের আলতো ছোঁয়াচ ভালবাসা।
মেঘবালিকা,তোমার আলতো ছোঁয়াতে ফিরে পাই যেন হাজার তারায় দীপ্তিময়ী সেই প্রজ্জ্বলিত শুকতারা।
যে শুকতারা জানান দেয় তুমি আজীবন আছো আমার হয়ে।
দিয়েছো ভরসা আমায় অস্ফুট গোপন অঙ্গীকার আর অনিশ্চিত ভাবনাগুলো সমূলে মুছে ফেলার।
মেঘবালিকা,তাই তো আমি ভরসায় পরম বিশ্বাসী হয়ে উঠেছি।
আমি নিজের অস্তিত্বকে সব সময় খুঁজে বেড়াই।
তবে কি জানো?
যদি কোনোদিন না ফেরার দেশে চলে যাই তাহলে তুমি আমায় উজ্জ্বল হাজার তারার মাঝে খুঁজে নিও।
তুমিই আমার আদি অনন্তকালের মেঘবালিকা,তাই তোমাতেই বিলীন সর্বক্ষন।