"বিভাগ -কবিতা
শিরোনাম -নীলাঞ্জনা
কলমে -বন্দনা পাত্র
২৯|০৬|২২০২০
আকাশের কাছে ঠিকানা নীলাঞ্জনার,
শরীরে তীব্র যন্ত্রণা, বেঁচে থাকার -----
সুখ খুঁজে বেড়ায় নীলাঞ্জনা
তীব্র প্রেমে দগ্ধ বুকের খাঁচা ।
ভোরের আলোয় পাখীর কলতান
সারা রা…
শিরোনাম -নীলাঞ্জনা
কলমে -বন্দনা পাত্র
২৯|০৬|২২০২০
আকাশের কাছে ঠিকানা নীলাঞ্জনার,
শরীরে তীব্র যন্ত্রণা, বেঁচে থাকার -----
সুখ খুঁজে বেড়ায় নীলাঞ্জনা
তীব্র প্রেমে দগ্ধ বুকের খাঁচা ।
ভোরের আলোয় পাখীর কলতান
সারা রাতের যন্ত্রণার আহুতি দান
আকাশের কাছে, নীলাঞ্জনার প্রেম
ঘৃতাহুতি দেয় হোমাগ্নি তে -----
ব্যর্থ প্রণয় ছিন্ন হয়ে বাতাসেতে
উড়ন্ত পাখির ঘরে ফেরার সান্ধ্য গান ।
অপ্সরা কে লুকিয়ে মুগ্ধতার যামিনী
গোলাপ কে হত্যা করে হৃদয় বিদারিণী
শূন্যতার গ্রাস, যেন বিশাল নীরবতা ----।
নীলাঞ্জনার প্রেমের তীব্র যন্ত্রণার আকুলতা
ডুকরে ডুকরে কাঁদে, গহনায় ঢাকে শরীর টা ।।