Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

শ্রাবণের ধারার মতো
*****************************

শ্রাবণের আকাশ মাঝে মাঝেই বুঝিয়ে দিচ্ছি নিজের উপস্থিতি।
লুকনো ব্যাথা বিদ্যুৎ গতিতে মন চিরে এপার-ওপার হচ্ছে।
আনমনা ব্যালকনিতে দাঁড়িয়ে দূরে ভেজা মাধবিলতা গাছটা দেখছিলাম,
যার মতো আ…


শ্রাবণের ধারার মতো
*****************************

শ্রাবণের আকাশ মাঝে মাঝেই বুঝিয়ে দিচ্ছি নিজের উপস্থিতি।
লুকনো ব্যাথা বিদ্যুৎ গতিতে মন চিরে এপার-ওপার হচ্ছে।
আনমনা ব্যালকনিতে দাঁড়িয়ে দূরে ভেজা মাধবিলতা গাছটা দেখছিলাম,
যার মতো আমিও নুয়ে পড়েছি তোমাকে না পেয়ে চোখের জলে ভিজতে ভিজতে।

           
বৃষ্টির শেষে রামধনু ওঠে আকাশে,
ভাগ্য, পাওয়া নাপাওয়ার দড়িতে ঝুলছে।
 কবে রজনীগন্ধার সৌরভে মূখরিত হবে চারধার ,
তার খবর নিয়ে যাচ্ছে কালো ভোমরা অনবরত।

পায়রাটা জলে ভিজে গেছে ঠিক'ই ,
তবে সে পাখনা ঝাপটে সব নিরাশা ঝেড়ে ফেলে চেনা উঠানে বসার সময় দেখছে।
তার যে ঐ একখানাই নির্ভরতার জায়গা সম্বল।

অতিতের সাদা কালো ছবিগুলো কীএক
যাদুবলে রঙিন হয়ে ভেসে উঠছে স্মৃতির ক্যানভাসে।
বর্ষার পাহাড়ে দেখা একটানা কথাবলা সেই কপত-কপোতি,হঠাৎ তারা আজ অজানা ভয়ে বডডো বেশি চুপচাপ।

জলোচ্ছ্বাস বেড়ে যাওয়া নদীর বুকে বান ডেকেছে
সময় মতো দরজা খোলো ন'ইলে ডুবে যেতে সময় লাগবেনা জীবনের।