দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব - ১০
বিভাগ - কবিতা
শিরোনাম - করো কিছু এমন
নূপুর আঢ্য
২৭/০৬/২০২০
নশ্বর দেহ একদিন হবে লীন কালের থাবায়,
জীবন যৌবন ক্ষণস্থায়ী নেই কোন মুল্য হেথায়।
হয়েছো অতিথি অচেনা অজানা অতিথিশালায়,
হবে পর…
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব - ১০
বিভাগ - কবিতা
শিরোনাম - করো কিছু এমন
নূপুর আঢ্য
২৭/০৬/২০২০
নশ্বর দেহ একদিন হবে লীন কালের থাবায়,
জীবন যৌবন ক্ষণস্থায়ী নেই কোন মুল্য হেথায়।
হয়েছো অতিথি অচেনা অজানা অতিথিশালায়,
হবে পরিচয় হবে আত্মীয়তা পড়বে বাঁধা মায়ায়।
এরই মাঝে ছোট্ট জীবনে করো কিছু এমন,
ভালোবাসার দাও হাত বাড়িয়ে গড় হৃদয় বন্ধন।
অহং করো পরিত্যাগ করো প্রমাণ আপনে একজন,
মানুষ রাখবে তোমায় মনে স্মরণীয় হবে জীবন।
ইতিহাস লেখা হয় আজও প্রতিদিন প্রতিনিয়ত,
হয় না পুরাতন কীর্তি থাকে চির অক্ষত।
মন-কাব্যের পাতায় যুগেযুগে হয় পূজিত,
স্বর্ণাক্ষরে লেখা নাম উত্তরোত্তর হবে প্রস্ফুটিত।