Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা কুটির সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা লেখনী সম্মান

আমার একুশের বসন্ত

একমুঠো সভ্যতাকে সাক্ষী রেখে
ধূলো মাখা গন্ধ নিয়ে
ক্লান্ত বিকাল তার শেষ রোদ্দুর
পৌঁছে দিচ্ছে পৃথিবীর দেওয়ালে।
নারকেল গাছটার পরিপাটি করে আঁচড়ানো
পাতাগুলোর ফাঁক দিয়ে আবার বের হবে
একটা হলদে বুড়ো চাঁদ রাতের নির্দেশে।



আমার একুশের বসন্ত

একমুঠো সভ্যতাকে সাক্ষী রেখে
ধূলো মাখা গন্ধ নিয়ে
ক্লান্ত বিকাল তার শেষ রোদ্দুর
পৌঁছে দিচ্ছে পৃথিবীর দেওয়ালে।
নারকেল গাছটার পরিপাটি করে আঁচড়ানো
পাতাগুলোর ফাঁক দিয়ে আবার বের হবে
একটা হলদে বুড়ো চাঁদ রাতের নির্দেশে।
ক্রুসেডবিদ্ধ বাইজেন্টাইনের কান্নার মতো
কিম্বা জেরুজালেমে হেরে যাওয়া
রক্তাক্ত ঘোড়সওয়ার কর্ন।
আমার বিরক্ত বসন্ত তাই উৎসবের উদ্বোধন বাতিল করে বারবার
রাইনের লাল রঙের কারন খুঁজে বেড়ায় নীলনদ বা ব্রহ্মপুত্রে।
অসংখ্যবার লড়াই করে
হারে জেতে মরে বাঁচে
তবু হার মানে না ।
প্রতিদিন পৃথিবীতে যায়
একটা ভাটিয়ালি
একটা 'বেলা চাও' শুনবে বলে
একটা স্পার্টাকাস
একটা সূর্য সেন দেখবে বলে
একটা জ্যান্ত সুকান্ত
একটা নজরুল খোঁজে
লাশ কাটা ঘরে বিখ্যাত স্মৃতি সৌধে
হয়ত বা প্রকাশ্যে
আসন্ন স্বাধীনতা উপভোগ করবে বলে।
আমার একুশের বসন্ত তাই
প্যারিসের কোনো সুন্দরী তন্বীর
কোমল স্তনের জন্য নয়
সহস্র ইহুদী তরুণীর নিপীড়িত শুকনো স্তনের জন্য।

-পারিজাত মারিক