ওদের কিছু হারানোর নেই
মালবিকা মজুমদার
তারিখ-২৫/০৬/২০২০
ওরা-কিছুর ভাগীদার নয় ,সবুজের
দায়িত্ব নিয়েছিল
সূচিপত্রের প্রথম অধ্যায়ে মিথ্যা
পাওয়ার আশায়।
নাম নথিভুক্ত ছিল করপোরেশনের
পঞ্জিকরণ খাতায়।
ওরা সামান্য আলো বাতাস না পেয়ে
আস্ত…
ওদের কিছু হারানোর নেই
মালবিকা মজুমদার
তারিখ-২৫/০৬/২০২০
ওরা-কিছুর ভাগীদার নয় ,সবুজের
দায়িত্ব নিয়েছিল
সূচিপত্রের প্রথম অধ্যায়ে মিথ্যা
পাওয়ার আশায়।
নাম নথিভুক্ত ছিল করপোরেশনের
পঞ্জিকরণ খাতায়।
ওরা সামান্য আলো বাতাস না পেয়ে
আস্তাকুড়ে রইলো পড়ে।
বিবর্ণ হতে হতে ঝরে পড়ে ,ক্রমে
হারানোর দলে নাম লিখে।
সব কেড়ে -আকাশের মালিকানা নিয়ে
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে
সব ফোটন কণা শোষণ করে মালকোষের
দখলদারি প্রতিষ্ঠা করে।
তারা উচ্চ বর্ণ অধিকারী , হাওয়া বদল করে
ভিন্ন দেশে পাড়ি।
যারা উচ্চাশায় কেড়ে নেয় দুর্বলের বাঁচার
স্বাধীনতা দুই বেলার অধিকার।
কেড়ে নিতে থাকে বাকিদের জীবন ধারণের
নূন্যতম আশ্রয় একমুঠো মাটি জল
আর বাতাসের ব্যঞ্জন,সার
চারদিকে ধূর্ত চিল আর বাজ এর অবাধ
মনোপলি অবৈধ বাজার।
এরা অসহায় হয়ে তাকিয়ে থাকে,সাদা ভাতের
স্বপ্ন দেখে আশাহত বুকে ।
দিনেকের পর্যাপ্ত ফোটন কণা , শরীর
পায় না , তত্ত্বের জ্বরে
সালোক সংশ্লেষ বন্ধ হয়
সবুজের চিহ্ন শেষ হতে থাকে।
ওদের ক্ষুধার্ত শরীর রাতের শীতলতায়
কেঁপে ওঠে।
উষ্ণতার হাহাকারে গভীর আর্তনাদ
ওঠে শিকড়ে বল্কলে।
ওরা এক অভিন্ন, ভিন্ন থাকে শুধু অক্ষর ভাষায়
প্রেইরিস প্যাম্পাস সাভানা তৃণভূমি স্টেপস
বা পরিযায়ী তাতে কী বা এসে যায়?
--------------------(%)(%)(%)-----------------------
@Copyright reserved