সাপ্তাহিক প্রতিযোগিতা 16
আমার কবিতা
"তোমার কবিতার মাঝে"
অমল কুমার ব্যানার্জী
10/07/2020
(লেখা- 08/05/2020)
--------------------------------------------------------------
হে রবি, একদিন তোমার কবিতার মাঝে-
আমি যেন সমাহিত …
সাপ্তাহিক প্রতিযোগিতা 16
আমার কবিতা
"তোমার কবিতার মাঝে"
অমল কুমার ব্যানার্জী
10/07/2020
(লেখা- 08/05/2020)
--------------------------------------------------------------
হে রবি, একদিন তোমার কবিতার মাঝে-
আমি যেন সমাহিত হই, পরিতৃপ্ত তব নাম গানে।
হয়তোবা জানবে না কেউ, আমার সমাধির কথা,
তোমার প্রতিটি অনু পরমানু মাঝে, মিশে যেতে পারি যেন আমি।
হে বিশ্ব বিজয়ী গুরুশ্রেষ্ঠ দিও আশীর্বাদ এই অধমেরে।
যদি করে থাকি সেবা, তব নাম গান পারি যেন রেখে যেতে কবিতার মাঝে।
বার বার ফিরে আসি যেন, এই বাংলায়, তোমার সৃষ্টির মাঝে সমাহিত হই আনমনে।
জন্ম জন্মান্তর বার বার আসি যেন ফিরে, তোমার কবিতা মাঝে।
তুমি আছো তাই আছে বাংলার এই মোহ, সকলের কাছে।
আমি এক দীন হীন শ্রান্ত পথিক, আহরণ করি মধু তব কাব্য হতে,
আমার হৃদয় মাঝে তোমার বিরহ, কতো অজানা কাব্য লিখে।
আমি রব তোমাতে বিলীন, পথচারী পথিকের দল, আমাকে দেখে ভাবে, এ কোন পাগল?
শিমূলের পাদদেশে আমি আজও বসে, তোমার কবিতা পড়ি শতবর্ষ পরে।
অমল কুমার ব্যানার্জী
Copyright reserved
08/05/2020